Gobordanga: বাঁশ বাগানে ঝুলছে কিশোরী, CBI তদন্তের দাবি করল পরিবার
Gobordanga: এ দিন, ঘটনাস্থলে যেতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অরুণ হালদারকে সামনে পেয়েই এলাকার মানুষ অভিযোগ করেন,পুলিশ ঠিক মত সহযোগিতা করছে না। অভিযুক্ত পলাতক। পুলিশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে এসে তারা সাদা কাগজে সই করিয়েছে। এ দিন সেই কাগজ দেখতে চান অরুণ হালদার।
গোবরডাঙা: এক সপ্তাহ পার। বাঁশ বাগান থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের। শুধু তাই নয়, গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলল পরিবার। এমনকী, মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তপশিলি জাতি জাতীয় কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। সকাল আটটার সময় তিনি পৌঁছন নাবালিকার বাড়িতে।
এ দিন, ঘটনাস্থলে যেতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অরুণ হালদারকে সামনে পেয়েই এলাকার মানুষ অভিযোগ করেন,পুলিশ ঠিক মত সহযোগিতা করছে না। অভিযুক্ত পলাতক। পুলিশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে এসে তারা সাদা কাগজে সই করিয়েছে। এ দিন সেই কাগজ দেখতে চান অরুণ হালদার। কী কারণে সই তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তপশিলি জাতি জাতীয় কমিশনারের চেয়ারম্যান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার গোবরডাঙায় নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার থেকেই তার খোঁজ পাচ্ছিল না পরিবার। গোটা রাত মেয়ে বাড়িতে না ফেরায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে বাঁশ বাগানে ঝুলন্ত দেহ দেখতে পান নাবালিকার। পরিবারের অভিযোগ, মেয়েটিকে খুন করে তার প্রেমিক গাছে ঝুলিয়ে দিয়েছে।