Mischief Attack: ‘কী করছিস এখানে ?’ বলতে-বলতেই দম্পতিকে বেধড়ক মার দুষ্কৃতীদের
Barasat: স্ত্রী ঠেকাতে এলে তাকেও ধাক্কা দেওয়া বলে অভিযোগ।
বারাসত: বর্ষবরণের রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে নিগ্রহের স্বীকার দম্পতি। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বারাসত থানায়।
জানা গিয়েছে, বারাসত শিবানন্দ পল্লী এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় ওই দম্পতি। অভিযোগ গতকাল রাত ১টার পর স্বামী স্ত্রী বারাসত শিবানন্দ পল্লী এলাকায় বন্ধুর বাড়ি থেকে নিজেদের ফ্ল্যাটে ফিরছিলেন। পায়ে হাঁটা দশ মিনিটের পথ। ফ্ল্যাটের কিছুটা আগেই একজন যুবক তাঁদের গায়ে টর্চ মেরে বলে তাদের তুই-তুই করে সম্বোধন করতে শুরু করে। ওই যুবক বলে, ‘এখানে কি করছিস’। তারপর এক কথা দশ কথায় সেই যুবক জড়ো করে আরও কয়েকজন যুবককে।
এরপরই স্বামী শ্রীজিত বর্ধনকে ধরে শুরু হয় মারধর। স্ত্রী ঠেকাতে এলে তাকেও ধাক্কা দেওয়া বলে অভিযোগ।ঘটনায় হাতে থাকা মোবাইল পরে গিয়ে ভেঙে যায়। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই যুবকরা। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি ওই মহিলাকে শ্লীলতাহানি করার হুমকি দিতে থাকে তারা।এরপর কোনও রকমে এই দম্পতি তাঁদের ফ্ল্যাটের সামনে চলে গেলে ফ্ল্যাটের লোকজন বেড়িয়ে আসে।অভিযোগ সেইসময়ও দু’জন বাইকে করে এসে হুমকি দিয়ে যায়।
আজ সকালে গোটা বিষয়টি বারাসতের পৌর প্রশাসককে জানানোর পাশাপাশি বারাসত থানার দ্বারস্ত হয় ওই দম্পতি। নিরাপত্তা হীনতায় ভুগছেন তাঁরা। একই সঙ্গে নিজেদের পাড়ায় এই ধরনের ঘটনা ঘটায় ভীষণ আতঙ্কে রয়েছেন গোটা পরিবার।
এই ঘটনার পাশাপাশি জেলা থেকে আরও একটি খবর সামনে এসেছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কয়ড়া কদম্বগাছি এলাকা। বছরের প্রথমে দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কদম্বগাছি হাটখোলা এলাকায় বারাসাত সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূল নেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত দিবস উদযাপিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের পরে বক্তব্য রেখে মন্ত্রী পূর্ণেন্দু বসু চলে যান। তখনই মাহফুজুর রহমানের কর্মীসমর্থকরা মঞ্চের সামনে চেয়ার-টেবিল সরাচ্ছিল অভিযোগ তখনই কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়ন সর্দার দলবল নিয়ে এসে মাহফুজুর রহমানের কর্মী সমর্থকের উপরে হামলা চালায়। কাঠের লাঠি দিয়ে তাদের উপরে এলোপাথাড়ি মারধর করে।
আরও পড়ুন: Assam CM on AFSPA: চার মাসে আফস্পা নিয়ে ইতিবাচক পদক্ষেপ, আশাবাদী বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী