AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: লোকাল ট্রেন থেকে পড়ে ফের মৃত্যু, মর্মান্তিক ঘটনা বসিরহাটে

Local Train: কী কারণে ট্রেন থেকে পড়ে গেলেন তিনি, পিছন দিক থেকে তাঁকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বসিরহাটের রেল পুলিশের আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে।

Basirhat: লোকাল ট্রেন থেকে পড়ে ফের মৃত্যু, মর্মান্তিক ঘটনা বসিরহাটে
ফাইল ফোটোImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 14, 2025 | 6:11 PM
Share

বসিরহাট: ফের ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর। লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটল বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার শিয়ালদহ হাসনাবাদ লাইনের আপ শিয়ালদহ লোকাল থেকে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেটের কাছে ওই ঘটনা ঘটে।

ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতার নাম পরিচয় এখনও জানা যায়নি। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। রবিবার দুপুরে শিয়ালদহও হাসনাবাদ আপ লোকাল চাপাপুকুরে স্টেশন ছেড়ে যখন উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেটের কাছে যখন পৌঁছয়, ঠিক তখন হঠাৎ করে ট্রেন থেকে পড়ে যান ওই যাত্রী।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যাত্রীর। কী কারণে ট্রেন থেকে পড়ে গেলেন তিনি, পিছন দিক থেকে তাঁকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বসিরহাটের রেল পুলিশের আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে। মৃত যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

কয়েকদিন আগেই এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে হাওড়ায়। চলন্ত ট্রেনের গেটের রড ধরে ঝুলতে গিয়ে রেল ট্রাকে পড়ে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। ঋতু শর্মা নামে ওই ছাত্র ট্রেনের পাশে ঝুলছিল। এরপরই ঘটে যায় দুর্ঘটনা।