Bagda Case: প্রতিবেশীর বউকে প্রেম প্রস্তাব! রক্তারক্তি কাণ্ড ঘটে গেল বাগদায়
Bagda Case: গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগদা থানায় আব্বাস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী। অভিযোগ পেয়েই অ্য়াকশন নিয়েছে পুলিশ।
বাগদা: এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে একেবারে ভয়াবহ ঘটনা। এক ব্যক্তিকে হাঁসুয়া দিকে কোপানোর অভিযোগ উঠল আর এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার বয়রা গ্রাম পঞ্চায়েতের মেহেরানি গ্রামে। ইতিমধ্যেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, গ্রামেরই বাসিন্দা ইব্রাহিম মণ্ডলের স্ত্রী কোহিনূর মণ্ডলকে প্রেম প্রস্তাব দিত প্রতিবেশী আব্বাস মণ্ডল। অভিযোগ, শুধু প্রেম প্রস্তাবই নয়, নানা ধরনের কুপ্রস্তাবও দেওয়া হত। এরইমধ্যে ঘটনা এলাকায় জানাজানি হতেই ক্ষেপে ওঠেন আব্বাস। অভিযোগ, স্ত্রীকে নিয়ে সোজা চড়াও হন ইব্রাহিমের বাড়িতে। অভিযোগ, কিছু সময়ের মধ্যেই একেবারে রণংদেহি মূর্তি ধারণ করে ইব্রাহিমকে হাঁসুয়া দিতে কোপাতে থাকেন। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন ইব্রাহিমের স্ত্রী কোহিনূর মণ্ডলও।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগদা থানায় আব্বাস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী। অভিযোগ পেয়েই অ্য়াকশন নিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে আব্বাসের স্ত্রী আরিফাকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আব্বাসকে। অন্যদিকে আব্বাস-সহ তাঁর স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন কোহিনূর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন প্রতিবেশীরাও।