Sodepur Python Recovered: লাইনের ধারে অজগর! কস্মিনকালেও যা ঘটেনি, আজ তাই দেখলেন সোদপুরবাসী
Sodepur Python Recovered: লাইনের দু'পাশে ঘন জঙ্গল। তবে রেল লাইনের পাশ দিয়ে নিত্য প্রচুর মানুষের যাতায়াত। পাশেই বস্তি এলাকা।
উত্তর ২৪ পরগনা: জনবহুল এলাকা। রেললাইনের পাশ দিয়ে টানা বস্তি এলাকা। পাশেই একাধিক ঝুপড়ি দোকান। এত ভিড়ভাট্টা এলাকায় কি কখনও থাকতে পারে অজগর সাপ? এদিনের ঘটনা না ঘটলে হয়তো স্থানীয় বাসিন্দারাই তা জানতে পারতেন না। এলাকায় শেষ কবে অজগর সাপ দেখতে পেয়েছেন, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না কেউ। কিন্তু শুক্রবার রেললাইনের পাশ থেকেই উদ্ধার হল একটি অজগর সাপের দেহ। না, ঘটনাস্থল উত্তরবঙ্গের কোনও জেলা নয়, বরং উত্তর ২৪ পরগনার সোদপুর।
হ্যাঁ, সোদপুরে ঘনবসতিপূর্ণ এলাকা, রেললাইনের ধার থেকে অজগর সাপের দেহ উদ্ধার হল। ঘটনাস্থলের নাম শুনেই চমকে উঠছেন অনেকে। শুক্রবার সকালে সোদপুর ৮ নম্বর রেলগেটের পাশ থেকে একটি অজগর সাপের দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়েই মৃ্ত্যু হয়েছে ৮ ফুটের অজগর সাপটির।
লাইনের দু’পাশে ঘন জঙ্গল। তবে রেল লাইনের পাশ দিয়ে নিত্য প্রচুর মানুষের যাতায়াত। পাশেই বস্তি এলাকা। কিন্তু সেই জঙ্গলে যে অজগর সাপের আস্তানা, তা কে জানত!
শুক্রবার সকালে ডাউন শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তখনই রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল অজগর সাপটি। লাইনে কাটা পড়ে মৃত্যু হয় ৮ ফুটের সেই অজগর সাপটির।
সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় যথেষ্ট চাঞ্চল ছড়িয়েছে। খবর চাউর হতেই এলাকায় পৌঁছন স্থানীয় বাসিন্দারা। কেউ অজগর সাপ দেখে শিউরে ওঠেন, অত্যুৎসাহী কয়েকজন আবার সেলফিও তুলে নেন।
ঘটনার পরও ২ ঘণ্টা একইভাবে কেটে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেলের কোনও উচ্চপদস্থ আধিকারিকদের দেখা মেলেনি। সোদপুরের মত এত ঘনবসতিপূর্ণ এলাকায় অজগর সাপ কীভাবে এল, তা নিয়ে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।