AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum: পকাইয়ের তাণ্ডবে অতিষ্ঠ দমদমবাসী, সব ভেঙেচুরে একশা করল দুষ্কৃতী

জানা গিয়েছে, বুধবার ভর সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে। রায় মল্লিক কলোনির রাস্তার ধারে একটি ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে। সেখানেই কুখ্যাত দুষ্কৃতী পকাই দাস সদলবলে হামলা চালায় দোকানের মালিক সন্দীপ দত্তের উপর বলে অভিযোগ। এলাকাবাসী জানিয়েছেন, এই পকাই এলাকার দুষ্কৃতী। কয়েক মাস আগেই জেল মুক্তি হয়েছে তাঁর।

Dumdum: পকাইয়ের তাণ্ডবে অতিষ্ঠ দমদমবাসী, সব ভেঙেচুরে একশা করল দুষ্কৃতী
দক্ষিণ দমদম পুরসভায় বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 18, 2025 | 1:59 PM
Share

দমদম: তোলার টাকা না পেয়ে তুমুল তাণ্ডব। দোকান ভাঙচুর দুষ্কৃতীদের। শুধু তাই নয়, দোকানের কর্মচারিকেও মারধরের অভিযোগ। এমনকী, হাতে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। লুঠ নগদ ৩০০০০ টাকা। ঘটনাটি ঘটেছে দমদম বিধানসভা কেন্দ্রে।

জানা গিয়েছে, বুধবার ভর সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে। রায় মল্লিক কলোনির রাস্তার ধারে একটি ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে। সেখানেই কুখ্যাত দুষ্কৃতী পকাই দাস সদলবলে হামলা চালায় দোকানের মালিক সন্দীপ দত্তের উপর বলে অভিযোগ। এলাকাবাসী জানিয়েছেন, এই পকাই এলাকার দুষ্কৃতী। কয়েক মাস আগেই জেল মুক্তি হয়েছে তাঁর। এরপর এরপর থেকে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ছয় থেকে সাত জন দুষ্কৃতী সন্ধেবেলা দোকানে আসে। তারপর টাকা চায়। সেই টাকা না দেওয়ায় দোকানের কর্মচারীকে মারধর ও পরে দোকান ভাঙচুর খাবার ফেলে দেওয়ার অভিযোগ।

দোকানের মালিক বলেন, “আমি যখন ছিলাম না তখন এসেছে। তারপর টাকা পয়সা লুঠ করেছে। এরপর কর্মীদের মেরেছে। এমনকী বিরিয়ানিও নিয়ে গিয়েছে। খাবার ফেলে নষ্ট করেছে। খালি ওকে প্রত্যেক মাসে পয়সা দিতে হবে। এমনকী আমার দোকানের কর্মচারীর গায়ে তেল ঢেলে দিয়েছে। আর একজনের পেটে লাথি মেরেছে। ও জেলের ভিতরে ছিল জেলেই থাকুক।”