TMC: লিড না পেলে সেখানে উন্নয়ন নিয়ে ‘ভাবতে হবে’! বলেই ব্যাখ্যা দিলেন নারায়ণ গোস্বামী

TMC: শনিবার বাগদার হেলেঞ্চায় একটি কর্মিসভার আয়োজন করেছিল শাসক শিবির। সেখানে বক্তব্য রাখার সময়েই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দলীয় কর্মীদের বুঝিয়ে দেন, যে বুথে দল লিড পাবে না, সেখানের উন্নয়ন নিয়ে 'ভাবতে হবে'।

TMC: লিড না পেলে সেখানে উন্নয়ন নিয়ে 'ভাবতে হবে'! বলেই ব্যাখ্যা দিলেন নারায়ণ গোস্বামী
নারায়ণ গোস্বামীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 7:04 PM

বাগদা: সামনেই বাগদার উপনির্বাচন। সাধারণভাবে উপনির্বাচনগুলিতে শাসক দলের পালেই হাওয়া থাকে। তবে সাগরদিঘির মতো ব্যতিক্রমী উদাহরণও রয়েছে। এমন অবস্থায় তাই প্রচার পর্বে কোনও খামতি রাখছে না তৃণমূল। একই সঙ্গে চলছে কর্মিসভাও। শনিবার বাগদার হেলেঞ্চায় একটি কর্মিসভার আয়োজন করেছিল শাসক শিবির। সেখানে বক্তব্য রাখার সময়েই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দলীয় কর্মীদের বুঝিয়ে দেন, যে বুথে দল লিড পাবে না, সেখানের উন্নয়ন নিয়ে ‘ভাবতে হবে’।

কর্মিসভা শেষে নারায়ণ গোস্বামীকে এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল। তাঁর অবশ্য ব্যাখ্যা, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সকলের জন্য় উন্নয়নের কথা। কিন্তু আমাদের হাতে যতটুকু ক্ষমতা আছে, আমরা নিশ্চয়ই ভাবব আগামী ১৩ তারিখের রেজাল্টে দলকে কতটা সন্তুষ্ট করা হয়েছে। যদি সন্তুষ্ট না করতে পারেন বুথ স্তরের কর্মীরা, যদি তাঁরা নিজের কথা নিজের পাড়ার লোককেই বোঝাতে না পারেন, তাহলে ওই বুথকর্মীদের কথার বাইরেও আরও কোনও মানুষ থাকতে পারেন। সেই এলাকার উন্নয়ন নিয়ে ভাবতে হবে।’

নারায়ণ গোস্বামী আত্মবিশ্বাসী বাগদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতবে। তবে তাঁর যুক্তি, যাতে কর্মীরা বাড়ি বাড়ি যায়, যাতে কোনও গাফিলতি না রাখে, সেই কারণেই এমন কথা বলতে হয় তাঁদের।

উল্লেখ্য, এবারের বিধানসভা উপনির্বাচনে বাগদা থেকে তৃণমূল প্রার্থী করেছে নতুন মতুয়া মুখ মধুপর্ণা ঠাকুরকে।