Durgapur: দুই গোষ্ঠীর সংঘর্ষে তুমুল উত্তেজনা পাণ্ডবেশ্বরে

Burdwan-Durgapur: সুরজ বাউরির অভিযোগ, "বাদ্যকর লোকেরা ঝামেলা করেছে। বাপ্পা বাদ্যকর মাথা। ওর নেতৃত্বেই ঝামেলা হয়েছে। ওরা জনা ৫০ ছেলে লাঠি, পিস্তল নিয়ে মারতে আসে। চারজনকে মেরেছে। পুলিশকে আমরা লিখিত অভিযোগ করব।"

Durgapur: দুই গোষ্ঠীর সংঘর্ষে তুমুল উত্তেজনা পাণ্ডবেশ্বরে
বাপ্পা বাদ্যকর ও সুরজ বাউরি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 10:45 PM

দুর্গাপুর: দুই গোষ্ঠীর ঝামেলা। সেই ঝামেলা চরমে উঠল শনিবার। ইটবৃষ্টি, লাঠি-রড নিয়ে চড়াওয়ের অভিযোগ উঠল। দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হল পাণ্ডবেশ্বরের বাজারি এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এলাকার বাসিন্দা সুরজ বাউরির অভিযোগ, শুক্রবার অশান্তির সূচনা। পুলিশের মধ্যস্থতায় শনিবার সকালে তা মিটেও যায়। অভিযোগ, রাতে ফের ঝামেলা হয়।

সুরজ বাউরির অভিযোগ, “বাদ্যকর লোকেরা ঝামেলা করেছে। বাপ্পা বাদ্যকর মাথা। ওর নেতৃত্বেই ঝামেলা হয়েছে। ওরা জনা ৫০ ছেলে লাঠি, পিস্তল নিয়ে মারতে আসে। চারজনকে মেরেছে। পুলিশকে আমরা লিখিত অভিযোগ করব।”

পাল্টা বাপ্পা বাদ্যকরের অভিযোগ, সুরজ বাউরিকে গ্রেফতার করতে হবে। সুরজ আর ওর এক সঙ্গী সদাই বাউড়ি এখানে এসে অশান্তি করেছে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।