Coal Mafia: অবশেষে সিআইডি-র জালে কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল
Coal Mafia: প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ মতো গত ২১ মে থেকেই মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু অনুপস্থিত ছিলেন তিন জন- জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র।
আসানসোল: গুলি-কাণ্ডে অভিযুক্ত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। তাঁকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল আদালতের বিচারক। শনিবার সকালেই তাঁকে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করে সিআইডি।
২০২৩ সালের ৩০ অক্টোবর দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে আসানসোলে। ঘটনায় জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই আক্রান্ত ব্যবসায়ী দীনেশ গড়াই। এই মামলায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে তারপর থেকেই খুঁজছিল সিআইডি।
গত ২১ মে আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় ফাইনাল চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু শর্তসাপেক্ষে জামিনে থাকা কয়লা মাফিয়া জয়দেব ওইদিন চিকিৎসার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন।
তারপর থেকেই অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। শেষে শনিবার জয়দেব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ মতো গত ২১ মে থেকেই মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু অনুপস্থিত ছিলেন তিন জন- জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র। এদের মধ্যে বিনয় ‘নিরুদ্দেশ’।