Asansol: রিসর্টের জন্য কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ, মাইথনের কী অবস্থা

Asansol: বুধবার মাইথন থার্ড ডাইক এলাকার হোদলাবিট ২২ মৌজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ গাছ কাটার প্রতিবাদের পথে নামেন। কল্যানেশ্বরী ফাঁড়ি এলাকার রূপনারায়নপুর ফরেস্ট রেঞ্জ অফিসের কাছে বিক্ষোভ দেখান তাঁরা। আদিবাসী মানুষদের দাবি, মাইথন থার্ড ডাইক এলাকার বনাঞ্চলে নজরদারির অভাব রয়েছে পুলিশের এবং বনদফতরের।

Asansol: রিসর্টের জন্য কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ, মাইথনের কী অবস্থা
মাইথনে কেটে ফেলা হচ্ছে গাছImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 2:59 PM

আসানসোল: একদিন বা দু’দিন ছুটি পেলেই বনজঙ্গলে ঘেরা মাইথন থেকে ঘুরে আসতে ভালবাসেন অনেকেই। কিন্তু জানেন এবার সেই মাইথন থেকেই রাত্রিবেলা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে। এলাকাবাসীর দাবি, জমি মাফিয়ারা এই কাজের সঙ্গে যুক্ত। এরপরই প্রতিবাদে নামেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

বুধবার মাইথন থার্ড ডাইক এলাকার হোদলাবিট ২২ মৌজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ গাছ কাটার প্রতিবাদের পথে নামেন। কল্যানেশ্বরী ফাঁড়ি এলাকার রূপনারায়নপুর ফরেস্ট রেঞ্জ অফিসের কাছে বিক্ষোভ দেখান তাঁরা। আদিবাসী মানুষদের দাবি, মাইথন থার্ড ডাইক এলাকার বনাঞ্চলে নজরদারির অভাব রয়েছে পুলিশের এবং বনদফতরের।

আন্দোলনকারীদের অভিযোগ, রাত হলেই জমি মাফিয়ারা এলাকায় প্রবেশ করেছে। তারপর কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে একের পর গাছ। গ্রামবাসী মনে করছেন, বেশ কিছু রিসর্ট তৈরি হবে ওই এলাকায়। এক বিক্ষোভকারী বলেন, “কে দিয়েছে ওদের গাছ কাটার অনুমতি? একটার পর একটা গাছ কেটে ফেলে দিচ্ছে পুকুরে। কে দিয়েছে ওদের গাছ কাটার অনুমতি? “