ট্রেন-বাস-Shuttle-এর ঝক্কি ভুলে যান! মিনিটে অফিস ঢুকবেন ‘Air Taxi’-তে উড়ে, ছাব্বিশেই হতে পারে ট্রায়াল রান
Air Taxi: তবে আগামী কয়েক বছর মনে হচ্ছে এই সমস্যার সুরাহা হতে চলেছে দেশের অন্দরে। আরও রাস্তা তৈরি নয়, বরং যানজট এড়াতে এবার নতুন প্রকারের পথ তৈরির কথা ভাবছে ভারত।

কলকাতা: রাস্তায় বেরিয়ে ট্রাফিক জামের মুখে পড়তে হয় না এমন ব্যক্তি পাওয়া অসম্ভব। কলকাতা হোক বা বেঙ্গালুরু যানজটে ফেঁসে অফিসের জন্য দেরি হয়েছে, এমন ব্যক্তির অভাব নেই। রাস্তায় বেরিয়ে ‘থমকে গেলেই’ খালি মাথায় আসে যদি উড়ে যাওয়া যেত কতই না ভাল হত। বাস, বাইক, গাড়ি কোনও কিছুতে চড়েই যেন ট্রাফিক জামকে এড়িয়ে চলা যায় না। এর ফাঁদে পড়তেই হয়।
তবে আগামী কয়েক বছর মনে হচ্ছে এই সমস্যার সুরাহা হতে চলেছে দেশের অন্দরে। আরও রাস্তা তৈরি নয়, বরং যানজট এড়াতে এবার নতুন প্রকারের পথ তৈরির কথা ভাবছে ভারত। এই পথ কিন্তু ছুঁয়ে যায় আকাশও। কথা হচ্ছে এয়ার ট্যাক্সি নিয়ে। দেখতে একেবারে কপ্টারের মতো, কিন্তু আকারে অনেক ছোট। তবে খুব সহজেই সাত জনকে চাপিয়ে যানজট এড়িয়ে মিনিটে পৌঁছে দেবে তাদের গন্তব্যস্থলে।
এই প্রসঙ্গে সরলা এভিয়েশনের কর্মকর্তা আদ্রিয়ান শ্মিথ জানাচ্ছেন, আগামী পাঁচ বছরের মধ্য়ে সারা দেশে বিমান ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি পরিষেবার চালু হয়ে যেতে পারে। জানা গিয়েছে, এই সংস্থা ২০২৮ সালের মধ্যে দেশের বিভিন্ন শহরে ৩০টি এয়ার ট্যাক্সি নামানোর জন্য একটি পরিকল্পনা রূপায়ন করেছে, সেই মোতাবেক কাজ করছে।
কেমন হবে এই ট্যাক্সি?
জানা গিয়েছে, এক সঙ্গে ছয় জন যাত্রী ও একজন পাইলট-সহ আকাশে উড়বে এই এয়ার ট্যাক্সি। প্রতি ঘণ্টায় ছুঁয়ে যেতে পারবে ২৫০ কিলোমিটারের গতিবেগ।
সম্প্রতি কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রীর রামমোহন নায়ডুর মুখেও উঠেছিল এই এয়ার ট্যাক্সির কথা। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছিলেন, দেশের অন্যতম শহর যেমন দিল্লি, মুম্বই, পুনেতে ২০২৬ সালেই শুরু হবে এয়ার ট্যাক্সির ট্রায়াল রান।





