Gold Rates in Kolkata: সিটবেল্ট লাগিয়ে বসুন! ৯০ হাজার থেকে ‘গোঁত্তা খেয়ে’ পড়বে সোনা, বিকোবে জলের দরে!
Gold Rates in Kolkata: তাঁর কথায়, যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি গত বছর ১ হাজার ৪৫ টন সোনা মজুত করেছিল, তারা এবার সেই মজুতের পরিমাণ কমাবে।

কলকাতা: বিগত কয়েক মাস ধরে যেভাবে ‘হাওয়া বদল’ করছে সোনা, তাতে কার্যত বাড়তি অস্বস্তিতে পড়েছে মধ্যবিত্তরা। গহনা তো ছাড়, বিনিয়োগের জন্যও যেন এই মুহূর্তে সোনায় হাত দেওয়া যাচ্ছে না। চড়চড়িয়ে বেড়ে চলেছে দাম। ইতিমধ্যেই কলকাতায় ৯০ হাজারে এসে ঠেকেছে ১০ গ্রাম সোনার দর। বিশ্ব বাজারেও প্রায় একই হাল। সেখানে ৩ হাজার ১০০ ডলারে ট্রেড হচ্ছে সোনা।
কিন্তু এক বিশেষজ্ঞ বলছেন, এখনই এত চিন্তা কিসের? কমবে সোনার দাম মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থাপনা সংস্থা মর্নিংস্টারের ওই বিশেষজ্ঞ জানাচ্ছেন, যেভাবে সোনা পা ফেলছে, তাতে খুব শীঘ্রই এর দাম এক ধাক্কায় ১ হাজার ৮২০ ডলারে নেমে আসতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫৫ হাজার টাকা।
কিন্তু হঠাৎ করেই কেন কমবে সোনার দর?
সেই কৌশলী জানাচ্ছেন, ট্রাম্পের ট্রেড হুঙ্কারের পর বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক মন্দার শঙ্কায় অনেক দেশই সোনা মজুত করছে। যার জেরে হু হু করে বেড়েছে দর। কিন্তু তা এবার থামার পালা।
সোনার উৎপাদন আগের তুলনায় বেড়েছে। ২০২৪ সালে এই উৎপাদনের তুলনায় দ্বিগুণ বেড়েছিল কেনার বা মজুতের পরিমাণ। কিন্তু তা এই বছর বাড়বে কি না, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই কৌশলী। তাঁর কথায়, যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি গত বছর ১ হাজার ৪৫ টন সোনা মজুত করেছিল, তারা এবার সেই মজুতের পরিমাণ কমাবে। সেই সূত্র ধরেই কমবে চাহিদা। কমবে দামও।
অবশ্য, এই কৌশলীর যুক্তিকে কেটেছেন BoFA ও Goldman Sachs-এর মতো সংস্থাগুলি। তাদের কথায়, সোনার দাম আরও বাড়বে। আগামী কয়েক মাসের মধ্যে এটি ছুঁয়ে যেতে পারে এক লক্ষের গন্ডিও।





