কীভাবে জানবেন আপনার রক্ত পাতলা না ঘন? ডাক্তার বলছেন…
রক্ত যদি ঘন হয়, তা কিন্তু কোনও কঠিন রোগের ইঙ্গিত। চিকিৎসকরা বলছেন, যদি রক্ত ঘন হয় তাহলে হৃদপিণ্ড এবং কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার যদি রক্ত খুব বেশি পাতলা হয়, তাহলেও কিন্তু কঠিন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্ত অতিমাত্রায় তরল হলে প্লেটলেট কমতে থাকে।

রক্ত যদি ঘন হয়, তা কিন্তু কোনও কঠিন রোগের ইঙ্গিত। চিকিৎসকরা বলছেন, যদি রক্ত ঘন হয় তাহলে হৃদপিণ্ড এবং কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার যদি রক্ত খুব বেশি পাতলা হয়, তাহলেও কিন্তু কঠিন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্ত অতিমাত্রায় তরল হলে প্লেটলেট কমতে থাকে। এমনকী, কোনও কারণে দেহে আঘাত লেগে রক্ত বের হলে, পাতলা রক্ত জমাট বাঁধতে দেরি হয়। তা কীভাবে জানবেন আপনার রক্ত পাতলা না ঘন?
চিকিৎসক সমীর ভাট্টির মতে, ঘন হোক বা পাতলা রক্তের ক্ষেত্রে কোনওটিই ভাল না। কেননা, বেশি ঘন রক্ত হলে তা হৃদরোগের সমস্যা বাড়িয়ে দেয়, কিডনির সমস্যা তৈরি করে। অন্যদিকে রক্ত অতিমাত্রায় পাতলা হলে রক্তের প্লেটলেট কমতে থাকে। এরফলে ইমিউনিটি কমে যায় নানা রোগ বাসা বাঁধে দ্রুত।
চিকিৎসক ভাট্টি বলছেন, রক্তক্ষরণ হলে,তা জমাট বাঁধতে কতটা সময় লাগে, তা বোঝার জন্য prothrombin Time টেষ্ট করা যায়। এরফলে যা যাবে আপনার রক্ত ঘন নাকি পাতলা। অন্যদিকে রয়েছে Activated Partial Thromboplastin Time একটি টেস্ট। যা রক্তের ঘনত্ব বোঝাতে সাহায্য করে, সঙ্গে মেপে দেখে রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগবে।
এই খবরটিও পড়ুন
কাদের জন্য এই টেষ্ট দরকার?
যাঁরা রক্তকে তরল করার ওষুধ খান, তাঁরা নিয়মিত এই রক্তপরীক্ষা করান। যাঁরা অতিরিক্ত মদ্যপান করেন, তাঁদেরও করা উচিত এই পরীক্ষা। যাঁরা পাকস্থলির সমস্যায় ভুগছেন তাঁরাও করুন এই টেস্ট।





