Indian Railways Recruitment: রেল থেকে মেট্রো, ১০,০০০ কর্মী নিয়োগ! কারা যোগ্য, কী ভাবে করবেন আবেদন?
Indian Railways Recruitment: প্রায় ১০ হাজারেরও বেশি সহকারী পাইলট পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

রেলওয়েতে চাকরি করা অনেকের কাছেই স্বপ্নের মতো। সেনার মতো এখানেও অনেক এমন পরিবার পাওয়া যায় যারা হয়তো বংশ পরম্পরায় রেলে চাকরি করেন। এবার তাঁদের জন্য এল সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি ১০ এপ্রিল নতুন নিয়োগের নির্দেশিকা বার করেছে।
প্রায় ১০ হাজারেরও বেশি সহকারী পাইলট পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২৫। এই নিয়োগ অভিযানের আওতায় ভারতের বিভিন্ন জোনাল রেলওয়েতে সহকারী লোকো পাইলটের মোট ৯৯৭০টি পদ পূরণ করা হবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে?
মধ্য রেলওয়ে – ৩৭৬টি পদ পূর্ব মধ্য রেলওয়ে – ৭০০টি পদ পূর্ব উপকূল রেলওয়ে – ১,৪৬১টি পদ পূর্ব রেলওয়ে – ৮৬৮টি পদ উত্তর মধ্য রেলওয়ে – ৫০৮টি পদ উত্তর-পূর্ব রেলওয়ে – ১০০টি পদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – ১২৫টি পদ উত্তর রেলওয়ে – ৫২১টি পদ উত্তর পশ্চিম রেলওয়ে – ৬৭৯টি পদ দক্ষিণ মধ্য রেলওয়ে – ৯৮৯টি পদ দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে – ৫৬৮টি পদ দক্ষিণ-পূর্ব রেলওয়ে – ৯২১টি পদ দক্ষিণ রেলওয়ে – ৫১০টি পদ পশ্চিম মধ্য রেলওয়ে – ৭৫৯টি পদ পশ্চিম রেলওয়ে – ৮৮৫টি পদ মেট্রো রেলওয়ে কলকাতা – ২২৫টি পদ
কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন?
কেবলমাত্র সেইসব প্রার্থীরা যারা দশম শ্রেণী পাস করেছেন এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই যোগ্যতা অর্জন করেছেন অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ডিগ্রি অর্জন করেছেন তাঁরাই এই পদগুলির জন্য আবেদন করার যোগ্য।
বয়সসীমা –
আবেদনকারী প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়সসীমায় ছাড় দেওয়া হবে। এর অধিক তথ্য জানতে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন।
