Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Worker Death: বাড়ির বাচ্চাদেরও জিজ্ঞাসাবাদ! পুলিশের উপর ভরসা হারাচ্ছেন রাজেন্দ্রর পরিবার, দাবি উঠছে CBI তদন্তের

BJP Worker Death: পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মৃতের পরিবারের লোকেরাও। তাঁদেরও বক্তব্য পুলিশ তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে পরিবারের লোকেদের হেনস্থা করছে। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন অবস্থায় তাঁরা আর রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না।

BJP Worker Death: বাড়ির বাচ্চাদেরও জিজ্ঞাসাবাদ! পুলিশের উপর ভরসা হারাচ্ছেন রাজেন্দ্রর পরিবার, দাবি উঠছে CBI তদন্তের
সিবিআই তদন্তের দাবি
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 7:39 PM

আসানসোল: রাজেন্দ্র সাউয়ের (Rajendra Sau) মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত প্রক্রিয়ায় আগেই অনাস্থা প্রকাশ করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। কীভাবে রাজেন্দ্র সাউয়ের মৃত্যু হল, তা খুঁজে বের করতে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছিলেন তিনি। এবার পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মৃতের পরিবারের লোকেরাও। তাঁদেরও বক্তব্য পুলিশ তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে পরিবারের লোকেদের হেনস্থা করছে। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন অবস্থায় তাঁরা আর রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না। তাঁরা চাইছেন, তদন্ত করুক সিবিআই। উল্লেখ্য, গতকালের পর আজ আবার মৃত বিজেপি কর্মী রাজেন্দ্র সাউয়ের বাড়িতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। দলীয় বিধায়ককে সামনে পেয়ে কেঁদে ফেললেন পরিবারের লোকেরা।

বিধায়ক অগ্নিমিত্রা পল বলছেন, ‘রাজ্য পুলিশের উপর আমাদের কোনও ভরসা নেই। আমি জানি না তারা কী তদন্ত করছে। কিন্তু বাড়ির লোক অভিযোগ করছে, তাদের ছোট ছোট সন্তানকে বার বার প্রশ্ন করছে। বাড়ির একটা তরুণ তরতাজা ছেলে, তাকে কেউ খুন করে দিল। তাদের পরিবারের অবস্থা বুঝতে পারছেন। তারপরও পুলিশ গিয়ে তাঁদের বিরক্ত করছে, বাড়ির আট বছরের বাচ্চাকে জিজ্ঞেস করছে।’ বিধায়কের আরও সংযোজন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর উপর আমাদের কোনও ভরসা নেই। কারণ, তারা বার বার তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। এর আগেও রাজু ঝা, অরবিন্দ ভগৎ-কে খুন করা হয়েছে। গত দুই মাসে ৯টা খুন করেছে। পুলিশ তাদের কাজ ভুলে গিয়েছে।’

উল্লেখ্য, বিজেপির তরফে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে তারা অবরোধে নামবে। সেই মতো এদিন দুপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে বিজেপির এই ভূমিকাকে মোটেই ভাল চোখে দেখছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার তৃণমূল নেতা সাধন সিং মৃত রাজেন্দ্র সাউকে ভাই বলে সম্বোধন করে বিজেপির বিরুদ্ধে ‘লাশের রাজনীতির’ অভিযোগ তুলেছেন। বললেন, ‘বিজেপি শুধুমাত্র লাশের রাজনীতি করে। পুলিশ যেভাবে তার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তা ঠিকঠাক হলেই দোষীরা ধরা পড়বে। পুলিশের তদন্তের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে দাবি করেন তিনি। যে সময় রাজেন্দ্র সাউ ক্যান্সারে আক্রান্ত ছিলেন সে সময় কোন বিজেপি নেতৃত্বই তার কাছে আসেননি।’