Dilip Ghosh-Kirti Azad: বর্ধমান-দুর্গাপুর যেন ক্রিকেট মাঠ, দিলীপকে ‘শূন্য রানে আউট’ করার হুঁশিয়ারি কীর্তির, পাল্টা এল জবাবও

Loksabha Election 2024: সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে যোগ দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। সেখানেই দিলীপ ঘোষকে কটাক্ষ করতে শোনা যায় কীর্তিকে। এক সময় বিজেপিতে ছিলেন তিনি। পরে কংগ্রেসেও ছিলেন খুব কম সময়ের জন্য। এরপর তৃণমূলে যোগ দেন। সেই কীর্তি এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের মুখ।

Dilip Ghosh-Kirti Azad: বর্ধমান-দুর্গাপুর যেন ক্রিকেট মাঠ, দিলীপকে 'শূন্য রানে আউট' করার হুঁশিয়ারি কীর্তির, পাল্টা এল জবাবও
দিলীপের উল্টোদিকে রয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। কীর্তি তিনবারের সাংসদ। রাজনীতির শুরু বিজেপি থেকে। পরে দল বদল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 1:24 PM

দুর্গাপুর: বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করতেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জোর টক্কর শুরু। একদিকে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি আজাদ, অন্যদিকে দিলীপ ঘোষ। লড়াই একেবারে জমজমাট। রবিবার বিজেপি প্রার্থী হিসাবে দিলীপের নাম ঘোষণা করতেই হতেই কীর্তির হুঙ্কার, “উনি একবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু আমি তিনবারের সাংসদ। শূন্য রানে আউট করে বাড়ি পাঠাব।” যদিও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য, “আমার বিপরীতে কে আছে দেখি না। আমি বোলার দেখি না, বল দেখি।”

সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে যোগ দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। সেখানেই দিলীপ ঘোষকে কটাক্ষ করতে শোনা যায় কীর্তিকে। এক সময় বিজেপিতে ছিলেন তিনি। পরে কংগ্রেসেও ছিলেন খুব কম সময়ের জন্য। এরপর তৃণমূলে যোগ দেন। সেই কীর্তি এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের মুখ।

কীর্তি আজাদকে প্রার্থী করার পরই বিজেপি বহিরাগত খোঁচায় বিদ্ধ করে তাঁকে। যদিও কীর্তির বক্তব্য, নরেন্দ্র মোদী গুজরাতের মানুষ। তিনিও বেনারসে ভোট লড়েছেন। কীর্তি আজাদের সংযোজন, ভারতবর্ষের হয়ে বিশ্বকাপ খেলেছেন তিনি। আর এবার বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন। জয় নিয়ে আত্মবিশ্বাসী কীর্তি আজাদ বলেন, তৃণমূল এখানে ৯৯ শতাংশ জয় পেয়েই গিয়েছে। ১ শতাংশ সময়ের অপেক্ষা।