Pujoy Pulse: ‘ছোটবেলায় আচারকাকু যেমন নিয়ে আসত… অবিকল সেই স্বাদ’, পালস গোলমোলে মজে বড়রাও
Pujoy Pulse in Durgapur: এবারও পুজোয় এসে গেল পালস। ট্যাবলো পৌঁছল দুর্গাপুরে। মুখে মুখে ফিরছে গোলমোলের কথা। তাই জমে গেল ভিড়। হাতে প্যাকেট পেয়েই খুশি ৮ থেকে ৮০ সবাই। এক মা তার সন্তানের হাত ধরে পৌঁছে গিয়েছিল ট্যাবলোর কাছে। হাতে লজেন্স পেয়ে বেজায় খুশি ছোট্ট নাবালিকা।
দুর্গাপুর: পুজো মানেই ‘পুজোয় পালস’। গত তিন বছর ধরে যেন এটাও পুজোর একটা অঙ্গ হয়ে উঠেছে। এবার আবার গোলমোল। টক-ঝাল-মিষ্টি পালস ক্যান্ডি জিভে জল আনছে সকলের। ছোট-বড় সবার মুখেই হাসি ফোটাচ্ছে। ছোটরা মুখে দিয়ে চমকে যাচ্ছে, আর বড়রা ফিরে যাচ্ছে ছোটবেলায়।
রাজ্যের একের পর এক জেলার পর এবার পালসের ট্যাবলো পৌঁছল দুর্গাপুরে। সেখানে ট্যাবলোকে ঘিরে চোখে পড়ার মতো ভিড় ছিল। এক মা তার সন্তানের হাত ধরে পৌঁছে গিয়েছিল ট্যাবলোর কাছে। হাতে লজেন্স পেয়ে বেজায় খুশি ছোট্ট নাবালিকা। তার মাও প্যাকেট খুলে মুখে পুরে দিলেন এমন একটা লজেন্স। তিনি বলেন, ‘খুব ভাল স্বাদ। ঠিক যেমন ছোটবেলায় আচারকাকু নিয়ে আসত।’
আরও এক ব্যক্তি মুখে পুরে দিয়ে বলেন, ‘আগে কখনও খাইনি। প্রথমবার খেলাম। একেবারে অন্যরকম স্বাদ।’
