Khargapur: ১১ দিনের মাথায় জামিন বেবির! বৃদ্ধ CPM নেতা অনিল বলছেন ‘একশোবার উচ্চ আদালতে যাব’
Khargapur: তৃণমূল থেকে বহিষ্কার প্রসঙ্গে বলতে গিয়ে দলেরই কিছু নেতার বিরুদ্ধে তোপ দাগেন বেবি। নিজেকে বরাবরের ‘প্রতিবাদী’ বলে তাঁর দাবি, “দল সবটা জানে না। যেমন জানানো হয়েছে তেমন হয়েছে। আমি তো তৃণমূলের ঝান্ডা নিয়ে মারপিট করিনি।”

খড়গপুর: খড়গপুরে বৃদ্ধ বাম নেতাকে মারধর করে জড়িয়েছিলেন বিতর্কে। তীব্র চাপানউতোরের পরে শেষ পর্যন্ত গ্রেফতারও হয়েছিলেন। দল থেকে বহিষ্কারও করেছিল তৃণমূল। ঘটনার ১১ দিনের মাথায় মেদিনীপুর জর্জ কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত বেবি কোলে। রাতেই তাঁর আইনজীবীকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন। বললেন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর তার আস্থা রয়েছে। ফের ফোঁস করলেন অনিল দাসের বিরুদ্ধে। অকপটেই বললেন, “ওর বিরুদ্ধে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ সহ নানা কারণে কেস হয়েছে। অনিল দাস যেভাবে আমাদের উপর আক্রমণ করেছিল তাতে নিজেদের বাঁচাতে গিয়ে আমাদের এসব করতে হয়েছে।”
তবে তৃণমূল থেকে বহিষ্কার প্রসঙ্গে বলতে গিয়ে দলেরই কিছু নেতার বিরুদ্ধে তোপ দাগেন। নিজেকে বরাবরের ‘প্রতিবাদী’ বলে তাঁর দাবি, “দল সবটা জানে না। যেমন জানানো হয়েছে তেমন হয়েছে। আমি তো তৃণমূলের ঝান্ডা নিয়ে মারপিট করিনি। কিছু কিছু তৃণমূল নেতা আছে যাঁরা টাকা খেয়ে এসব করেছে।” তাঁর দাবি দ্রুত তিনি দলের সঙ্গে যোগাযোগ করবেন। আগামীতেও তিনি তৃণমূল করে যাবেন।
অন্যদিকে বেবি কোলে জামিন পাওয়ায় আতঙ্কিত অনিল দাস ও তাঁর পরিবার। অনিলবাবু বলছেন তিনি এবার উচ্চ আদালতে যাবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্রকাশ্যে রাস্তায় ফেলে জুতো মারা হচ্ছে। সবটা দেখার পরেও পুলিশ বলছে ছোট ঘটনা।। জামিন তারই বহিঃপ্রকাশ। আমি এর বিরুদ্ধে একশোবার উচ্চ আদালতে যাব।”
