Paschim Medinipur: আলু বোঝোই ও ধান বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক ঘটনা মেদিনীপুরে
Goyaltor Accident: ঘটনার পর দীর্ঘক্ষণ লরিতেই আটকে থাকে আহতরা। এরপর পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুই লরিকে কোনভাবে সরিয়ে উদ্ধার করে আহতদের। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ একটি আলু বোঝাই লরি ও একটি ধান বোঝাই লরির। আশঙ্কাজনক ২ জন । তাদের স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে , শনিবার ভোর চারটে নাগাদ গোয়ালতোড় হাসপাতালের সামনেই দ্রুত গতিতে আসা দুই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত হন দুই লরির চালক।
ঘটনার পর দীর্ঘক্ষণ লরিতেই আটকে থাকে আহতরা। এরপর পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুই লরিকে কোনভাবে সরিয়ে উদ্ধার করে আহতদের। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অন্যদিকে, কল্যাণী থেকে ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জন, আহত ৪ জন। চারচাকা গাড়ি করে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা। করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কের তেহট্টে ঘটনাটি ঘটেছে। তাঁরা করিমপুরের বাসিন্দার। আহতরা শক্তিনগর জেল হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস (৪৭)। তিনি নদিয়ার করিমপুরের বাসিন্দা। এছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।
