Dev: ‘দরকারে আর একবার জন্ম নেব’, ভোট প্রচারে কেন বললেন দেব

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2024 | 4:24 PM

Dev:মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে নিজের নির্বাচনী ক্ষেত্রতে প্রচারে এসেছিলেন তারকা প্রার্থী। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, "পার্লামেন্টে যে বক্তব্যটা রেখেছিলাম ওটাই হয়ত শেষ বক্তব্য ছিল।

Dev: দরকারে আর একবার জন্ম নেব, ভোট প্রচারে কেন বললেন দেব
দেব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ঘাটাল: প্রচার শুরু করেছেন দীপক অধিকারী দেব। নিজের লোকসভা ঘাটালে আবারও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তিনি। আর প্রচারে এসেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সওয়াল করলেন দেব। বললেন, “আর একবার জন্ম নিতে হয় নেব। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব।”

মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে নিজের নির্বাচনী ক্ষেত্রতে প্রচারে এসেছিলেন তারকা প্রার্থী। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “পার্লামেন্টে যে বক্তব্যটা রেখেছিলাম ওটাই হয়ত শেষ বক্তব্য ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন তাই আবার ভোটে লড়াই করছি। যদি আমাকে আর একবার জন্ম নিতে হয় নেব। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করেই ছাড়ব।”

প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতির শেষ নেই। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেদিনীপুর জেলা সফরে গিয়ে বলেছেন, “ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে দেব আমায় বারবার বলে। ইতিমধ্যে আড়াইশো কোটি টাকার বেশি কাজ হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। দিল্লির ভিক্ষা চাই না।” উল্লেখ্য, প্রতিবছরের বন্যা হলেই শিলাবতী, ঝুমি ও কংসাবতীর জলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। চরম দুর্ভোগ পোহাতে হয় সেখানকার বাসিন্দাদের। ৩৯ বছর আগে প্রস্তাবিত সেই ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত না হওয়ায় বারে বারে ওঠে প্রশ্ন।

Next Article