Bardhaman: ‘দফা এক দাবি এক, অপদার্থ সভাপতির পদত্যাগ’, বিজেপি পার্টি অফিসে পড়ল পোস্টার!
Bardhaman:বর্তমানে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা। তাঁকে নিয়ে বা তাঁর পদত্যাগ নিয়ে এরকম পোস্টার নতুন নয়। লোকসভা ভোটের পর হোক বা আগে,অভিজিৎবাবুকে নিয়ে বারে বারে পোস্টার পড়েছে বর্ধমান শহরে। কখনো কার্জনগেট চত্বরে।
বর্ধমান: বর্ধমানে অব্যাবহত গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল। এবার আদি এক বিজেপি কর্মীর নামে পড়ল পোস্টার। তাও আবার বিজেপি-র জেলা কর্যালয়ে। বুধবার এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে তরজা। জানা গিয়েছে, বর্ধমানের ঘোড়দৌড় চটির বিজেপি জেলা পার্টি অফিসে পড়ে পোস্টারটি। সেখানে লেখা, ‘দফা এক দাবি এক অযোগ্য, অপদার্থ সভাপতির পদত্যাগ।’
বর্তমানে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা। তাঁকে নিয়ে বা তাঁর পদত্যাগ নিয়ে এরকম পোস্টার নতুন নয়। লোকসভা ভোটের পর হোক বা আগে,অভিজিৎবাবুকে নিয়ে বারে বারে পোস্টার পড়েছে বর্ধমান শহরে। কখনো কার্জনগেট চত্বরে। কখনো কোর্ট কম্পাউণ্ডে। কিন্তু এবার একেবারে জেলা বিজেপির কার্যালয়ে পোস্টার পড়েছে।
এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শান্তরূপ দে-র অভিযোগ, “তৃণমূল দুষ্কৃতীরাই এই কাজ করেছে। বিজেপির সঙ্গে তাঁরা পেরে উঠতে পারছে না। তাই তাদের জেলা সভাপতির নামে এই ভাবে কুৎসা রটিয়ে দলকে হেও করার চেষ্টা করছে।” পাশাপাশি জেলার তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,”বিজেপির মধ্যে যে আদি-নব্য একটি গোষ্ঠী কোন্দল চলছে এটা তারই প্রমাণ। কখনো পার্টি অফিস ভাঙচুর গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। নিজেরা এগুলো করে তৃণমূলের ওপর দোষারোপ করে।”