Burdwan: একই লাইনে চলে এল পরপর দুটো ট্রেন, ঝাঁপ যাত্রীদের, কালীপুজোয় ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে

Burdwan: রেলযাত্রীরা জানাচ্ছেন, হাওড়া বর্ধমান কর্ড শাখার আপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির বেশ খানিকটা দূরে থেমে যায় আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। কোনও কোনও যাত্রী ট্রেন থেকে লাফ মেরে লাইনে নেমে পড়েন।

Burdwan: একই লাইনে চলে এল পরপর দুটো ট্রেন, ঝাঁপ যাত্রীদের, কালীপুজোয় ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে
এক লাইনে পরপর দুটি ট্রেনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 2:35 PM

বর্ধমান: একই লাইনে  পরপর চলে আসে দুটো ট্রেন! উৎসবের মরসুমে চরম আতঙ্ক যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকালে হাওড়া বর্ধমান কর্ডলাইনের ঝাপানডাঙা স্টেশনের আগে দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। ঠিক তার পিছনে এসে থেমে যায় ১২৩৩৭ আপ হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস।

রেলযাত্রীরা জানাচ্ছেন, হাওড়া বর্ধমান কর্ড শাখার আপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির বেশ খানিকটা দূরে থেমে যায় আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। কোনও কোনও যাত্রী ট্রেন থেকে লাফ মেরে লাইনে নেমে পড়েন।

চালকের তৎপরতার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলযাত্রীদের বক্তব্য। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ঝাপানডাঙা স্টেশন ঢোকার আগে মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। তার জন্যই পিছনে থাকা আপ শান্তিনিকেতন এক্সপ্রেস থেমে যায়। এর সঙ্গে দুর্ঘটনার কোনও ভয় নেই। কারণ এখন অটোমেটিক সিগন্যাল সিস্টেমে ট্রেন চলে।”   রেল কর্তা জানিয়েছেন, মালগাড়ি আটকে পড়ায় সিগন্যাল না পেতেই পিছনে শান্তিনিকেতন এক্সপ্রেস থেমে যায়। এখানে রেলের কোন যান্ত্রিক ত্রুটি বা সিগন্যালের কোন গন্ডগোল নেই বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।