Kalna Road Accident: আলোর উৎসবের মাঝেই ঘনাল অন্ধকার, কালনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত ১
Kalna Road Accident: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইকে থাকা চার আরোহী। কিছুক্ষণের মধ্যেই স্থির হয়ে যায় দেহ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ।
কালনা: উৎসবে মেতেছে বাংলা। কিন্তু, আলোর উৎসবের মাঝেই ঘনাল অন্ধকার। কালীপুজোর রাতেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল কালনায়। মৃত্যু হল চারজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ন’টা নাগাদ কালনা কাটোয়া এসটি কে কে রোডের উপর গৌরাঙ্গ পাড়ার কাছে একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইকে থাকা চার আরোহী। কিছুক্ষণের মধ্যেই স্থির হয়ে যায় দেহ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ। পাশে ছিলেন এক মহিলা। তিনিও মারাত্মকভাবে জখম হন। পদ্মা দাস নামে ওই মহিলা বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যু হয়েছে বাইকে থাকা সেলিম মোল্লা, বাক্কার মণ্ডল, নওয়াজ মণ্ডল, আরিফ শেখের। এর মধ্যে প্রথম তিনজনের বাড়ি সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়ায়। আরিফ শেখের বাড়ি পারুলডাঙ্গায়। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু, ডাক্তাররা জানিয়ে দেন আর প্রাণ নেই দেহে। ঘটনাস্থলে নাদন ঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে এদিনই আবার বাঁকুড়ার সোনামুখীতে ঘটে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যান-বাইকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়।