Bardhaman Student Death: হেঁটে যাচ্ছিল ভাই-বোন, পিছন থেকে ঝড়ের গতিতে এল বেপরোয়া গাড়ি, মুহূর্তে সব শেষ

Bardhaman Student Death: পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিম আক্তার ও নাজিমা পারভীন। এরা সম্পর্কে খুড়তুতো ভাই-বোন। তখনই ঘটে যায় অঘটন। একটি বেপরোয়া গাড়ি তাদের ধাক্কা মারে। কিছুদূর গিয়ে উল্টে যায় গাড়িটিও।

Bardhaman Student Death: হেঁটে যাচ্ছিল ভাই-বোন, পিছন থেকে ঝড়ের গতিতে এল বেপরোয়া গাড়ি, মুহূর্তে সব শেষ
পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 4:56 PM

বর্ধমান: স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ভাই-বোন। তবে যাওয়া হল না। বেপরোয়া গাড়ি প্রাণ কাড়ল ভাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে দিদি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার মেটেডাঙা এলাকায়। গ্রেফতার চালক।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিম আক্তার ও নাজিমা পারভিন। এরা সম্পর্কে খুড়তুতো ভাই-বোন। তখনই ঘটে যায় অঘটন। একটি বেপরোয়া গাড়ি তাদের ধাক্কা মারে। কিছুদূর গিয়ে উল্টে যায় গাড়িটিও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে সামিম আক্তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি নাজিমা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামিম সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল।