Burdwan: রাতভর কাজের মাঝেই বুকে ব্যথা, তবুও নিজের কর্তব্যরক্ষায় বিএলও রমেন্দ্রনাথ
Burdwan: পেশায় ছাতিমডাঙ্গা আদিবাসীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথবাবু রামচন্দ্রপুর কলোনি এলাকার ১৯ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছেন। এলাকাবাসীদের অধিকাংশই দিনমজুর ও প্রান্তিক কৃষক হওয়ায় ভোরেই কাজে বেরিয়ে পড়েন তাঁরা। ফলে রাতের অন্ধকারেই বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হয় তাঁকে।

পূর্ব বর্ধমান: ভোটার তালিকা সংশোধন করছিলেন। রাতভর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বিএলও। তবুও দায়িত্বে অটল রমেন্দ্রনাথ রায়।পূর্ব বর্ধমানের ভাতারে ভোটার তালিকা সংশোধন পর্বে অতিরিক্ত কাজের চাপ ও দীর্ঘক্ষণ রাতজাগা কর্মসূচির জেরে অসুস্থ হয়ে পড়লেন ১৯ নম্বর বুথের ব্লক লেভেল অফিসার রমেন্দ্রনাথ রায়। শনিবার গভীর রাতে আচমকাই বুকে ব্যথা ও বমিভাব দেখা দিলে তড়িঘড়ি তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। প্রায় সাত ঘণ্টার চিকিৎসার পর অবস্থার সামান্য উন্নতি হলেও রবিবার সকালে ফের কাজে যোগ দেন তিনি।
পেশায় ছাতিমডাঙ্গা আদিবাসীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথবাবু রামচন্দ্রপুর কলোনি এলাকার ১৯ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছেন। এলাকাবাসীদের অধিকাংশই দিনমজুর ও প্রান্তিক কৃষক হওয়ায় ভোরেই কাজে বেরিয়ে পড়েন তাঁরা। ফলে রাতের অন্ধকারেই বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হয় তাঁকে।এর পাশাপাশি বড় সমস্যা নেটওয়ার্ক সংকট। এলাকায় ফোর জি বা ফাইভ জি সংযোগ না থাকায় টুজি নেটের উপর নির্ভর করেই গভীর রাত পর্যন্ত ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করতে হয়। অবিরাম এই রাতজাগা ও দৌড়ঝাঁপই শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণ বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
স্ত্রী আশালতা দেবী বলেন, “রাতে আড়াইটে নাগাদ হঠাৎই শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানান উনি। আমরা প্রতিবেশীদের সাহায্যে গাড়ি ভাড়া করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। স্যালাইন ও অক্সিজেন দেওয়ার পর কিছুটা স্বস্তি পেলেও ডাক্তাররা বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”
কিন্তু বিশ্রাম নয়, রমেন্দ্রনাথবাবুর ভাবনায় এখনও দায়িত্বই আগে। নিজের অবস্থার কথা বলতে গিয়ে বিএলও বলেন, “ডাক্তাররা বিশ্রাম নিতে বলেছেন ঠিকই, কিন্তু উপায় নেই। সাধারণ মানুষের স্বার্থে কাজ করতেই হবে। অনেক ভোটারের নাম এখনও তালিকায় ওঠেনি। যতক্ষণ পারি কাজ করে যাব।”
=
