AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan Medical College: হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ, তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ

Bardhaman: বর্ধমান মেডিকেল কলেজের হাউসস্টাফ শুভ্রনীল ঘোষের স্পষ্ট অভিযোগ, স্পন্দন অনুষ্ঠানে বয়েজ হস্টেল ৭ নম্বর থেকে অবৈধভাবে মদ বিক্রি করা হয়েছে। তিনি বলছেন, “আমরা এ নিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা দিয়েছি। কলেজে বৈঠক হচ্ছে। বৈঠকের নির্যাস জানতেই আমরা এসেছিলাম।”

Burdwan Medical College: হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ, তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ
অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাসImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2025 | 9:26 PM
Share

বর্ধমান: দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান নিয়ে ব্য়াপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। মাঠে নাম বিশাল পুলিশ বাহিনী। ময়দানে র‌্যাফ। এদিনই কলেজে হচ্ছে কাউন্সিলের মিটিং। সেখানেই উঠে আসে হস্টেলে মদ বিক্রির কথা। অভিযোগ নিয়ে তোলপাড় ক্যাম্পাস। একাংশের ছাত্রদের দাবি, হস্টেলে মদ বিক্রি হয়েছে। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। কিন্তু কলেজ কী ব্য়বস্থা নিচ্ছে তা জানতেই তাঁরা এসেছিলেন। যদিও অন্যপক্ষের অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকেছে! এ ঘটনারই প্রতিবাদে তারা সরব হয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে দুই শিবিরের মধ্যে তরজায় তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। উঠতে থাকে স্লোগান, পাল্টা স্লোগান। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছুটে আসতে হয় পুলিশকেও। 

বর্ধমান মেডিকেল কলেজের হাউসস্টাফ শুভ্রনীল ঘোষের স্পষ্ট অভিযোগ, স্পন্দন অনুষ্ঠানে বয়েজ হস্টেল ৭ নম্বর থেকে অবৈধভাবে মদ বিক্রি করা হয়েছে। তিনি বলছেন, “আমরা এ নিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা দিয়েছি। কলেজে বৈঠক হচ্ছে। বৈঠক থেকে কী বের হয় তা জানতেই আমরা এসেছিলাম। কিন্তু আমাদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কেন বের করে দেওয়া হবে? তারই প্রতিবাদে আমরা ধরনায় বসেছি।”

অন্যদিকে পাল্টা সুর চড়াচ্ছেন আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র প্রহ্লাদ অধিকারীরা। প্রহ্লাদের সাফ কথা, কলেজে সুস্থ ও শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে। রীতিমতো ক্ষোভের সঙ্গেই তিনি বলছেন, “অসাধু লোকজনদের কলেজ থেকে বের করে দিতে হবে। এখানে যাঁরা এসেছে তাঁদের বিরুদ্ধে একাধিক অবিযোগ রয়েছে। আমরা স্পষ্ট কথা, কলেজে কোনও জঞ্জাল থাকুক তা আমরা চাইছি না। কলেজে এদের ঢুকতে দেওয়া হবে না।”  

এদিকে মদ খাওয়ার ঘটনা ফাইন্ডিং কমিটির রিপোর্ট এসে গিয়েছে বলে জানান বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দোপাধ্যায়। মেডিক্যাল কলেজে টিচার্স কাউন্সিলের মিটিং শেষে বলেন, এতে কিছু টেকনিক্যাল ইস্যু আছে। সে জন্য ফরেন্সিক-সহ অন্য পরীক্ষা করা হবে। কারণ আমাদের পক্ষে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব নয়। তাঁর আরও দাবি, কিছু ছাত্রের দাবি ওই ভিডিয়োটি আদৌও কলেজের নয়। সেজন্যও আরও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে।