Dilip Ghosh: ‘পুলিশ বেশি প্রভু ভক্তি দেখালে…’, উর্দিধারীদের সতর্ক করেও ‘শান্তির দূত’ উড়িয়ে দিলেন দিলীপ

West Bengal BJP: এবার সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিলীপের। বললেন, 'পুলিশ যদি বেশি প্রভু ভক্তি দেখায়, শুধু বলব না... থানা জ্যাম করে গোটা রাত রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি।'

Dilip Ghosh: 'পুলিশ বেশি প্রভু ভক্তি দেখালে...', উর্দিধারীদের সতর্ক করেও 'শান্তির দূত' উড়িয়ে দিলেন দিলীপ
দিলীপ ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2024 | 11:12 AM

বর্ধমান: সোমবার ভোট রয়েছে বর্ধমান-দুর্গাপুরে। প্রচার পর্বের ‘খেলা’ এখন স্লগ ওভারে। এরই মধ্যে ফের বোমা ফাটালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিলীপের। বললেন, ‘পুলিশ যদি বেশি প্রভু ভক্তি দেখায়, শুধু বলব না… থানা জ্যাম করে গোটা রাত রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি।’ একথা বলেই উর্দিধারীদের উদ্দেশে দিলীপ ঘোষের বক্তব্য, তারা রাজনীতি করতে আসলে, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে পদ্ম শিবির।

শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের রায়নগরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময়েই এক প্রস্থ জনসংযোগ ও চা-চক্র সাড়েন বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। রাজ্যের শাসক শিবিরকে একহাত নিয়ে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ‘যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি, ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছেন। টিএমসি ভয় দেখানোর চেষ্টা করছে। এতে এখানকার লোকজন হাসাহাসি করছেন।’

ভোটের মুখে শুক্রবার সকালে দিলীপ ঘোষের জনসংযোগ পর্ব এক অন্য ধরনের ছবিও ধরা পড়ল। রায়নগরে জনসংযোগ কর্মসূচি চলাকালীন পায়রা উড়িয়ে শান্তিপূর্ণ ভোটের বার্তাও দিলেন দিলীপ। এদিন স্থানীয় এক ব্যক্তি তাঁর কাছে কয়েকটি পায়রা আসেন। দিলীপকে বলেন, ‘আমি কটা পায়রা নিয়ে এসেছি, ছাড়বেন?’ সমর্থকের সেই অনুরোধ রক্ষা করেন দিলীপও। তিনি বলেন,’একজন পায়রা নিয়ে এসেছিলেন। ওড়ালাম। তৃণমূলের লোকেদের বুঝিয়ে দিলাম, শান্তিতে ভোট করো।’