SIR in Bengal: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এনুমারেশন ফর্ম, কুড়োতেই থানায় যেতে হল বিজেপির BLA-কে
BJP’s BLA: ঘটনাচক্রে সেগুলি কুড়িয়েছিলেন যিনি সেই কাশীনাথ মণ্ডল আবার বিজেপির বিএলএ। তাঁর হাতে ফর্ম দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা জিজ্ঞাসা করতেই কাশীনাথ জানান তিনি সেগুলি প্রশাসনের কাছে জমা দেবেন। কিন্তু মন থেকে সন্দেহ যায়নি এলাকার বাসিন্দাদের।

কালনা: রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে এনুমারেশন ফর্ম। তা দেখেই কুড়োতে গিয়েছিলেন বিজেপি কর্মী। আর দেখা মাত্রই হইচই কাণ্ড। ফর্ম-সমেত সোজা পুলিশের সঙ্গে যেতে হল থানায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর কালনার হাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডল পাড়ায়। সূত্রের খবর, এখানেই রাজ্য সড়ক থেকে উদ্ধার হয়েছে ২৭ টিএনুমারেশন ফর্ম। আর ঘটনাচক্রে সেগুলি কুড়িয়েছিলেন যিনি সেই কাশীনাথ মণ্ডল আবার বিজেপির বিএলএ। তাঁর হাতে ফর্ম দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা জিজ্ঞাসা করতেই কাশীনাথ জানান তিনি সেগুলি প্রশাসনের কাছে জমা দেবেন। কিন্তু মন থেকে সন্দেহ যায়নি এলাকার বাসিন্দাদের। সূত্রের খবর, এলাকা থেকে ফোন যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ।
যদিও এ ঘটনায় চক্রান্তের গন্ধ পাছে বিজেপি। বিজেপির কালনা ৪ নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডল বলছেন, রাস্তা ফর্মগুলি পড়ে থাকতে দেখে তুলতে গিয়েছিল কাশীনাথ। ও প্রসাশনের কাছে জমা দিত। কিন্তু তার আগেই এত কাণ্ড। তিনি মনে করছেন এর পিছনে তৃণমূলের হাত থাকতে পারে। কাশীনাথও বলছেন একই কথা।
যদিও তৃণমূলেও পাল্টা চক্রান্তেরই গন্ধ পাচ্ছে। এলাকার তৃণমূল নেতারা বলছেন ফর্মগুলি নষ্ট করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বিজেপির ওই বিএলএ। পূর্ব বর্ধমান জেলার INTTUC সভাপতি সন্দীপ বসুর সাফ কথা, ওর কাছে ওই ফর্ম কোনওভাবেই থাকার কথা নয়। কোথা থেকে এল সেই প্রশ্ন তুলছেন তিনি। নেপথ্যে বিজেপির চক্রান্তেরই গন্ধ পাচ্ছেন তিনি। যদিও কালনার মহকুমা শাসক অহিংসা জৈন বলছেন, কলকাতা থেকে বালুরঘাট নিয়ে যাওয়া হচ্ছিল ফর্ম। ওই সময়েই রাস্তাতে ফর্মগুলি পড়ে গিয়ে থাকতে পারে।
