Katwa: ৭ বছর আগে মৃত্যু, তবুও ‘২৫এর ভোটার তালিকায় নাম! কাটোয়ায় গুচ্ছ গুচ্ছ এহেন অভিযোগ কমিশনকে জানাল বিজেপি
Katwa: আরও বড় অভিযোগ, মৃত ভোটারদের নাম রয়েছে নির্বাচন কমিশনের ২০২৫ এর ভোটার তালিকায়। সরকারিভাবে তাঁরা নাকি বেঁচেও রয়েছেন। কাটোয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে ১১২৭ জন ভোটারের মধ্যে ৪৩ জন মৃত বলে দাবি বিজেপির।

কাটোয়া: বুথে মৃত ভোটারের সংখ্যা ৪৩। খোঁজ করে এমন ভূতুড়ে ভোটারের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনকে জমা দিল বিজেপি। কারোর মৃত্যু হয়েছে সাত বছর আগে, তো কারোর পাঁচ বছর! কাটোয়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে খোঁজ মিলল ৪৩ জন মৃত ভোটারের, এমনই দাবি করেছে বিজেপি। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তার মধ্যেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে।
আরও বড় অভিযোগ, মৃত ভোটারদের নাম রয়েছে নির্বাচন কমিশনের ২০২৫ এর ভোটার তালিকায়। সরকারিভাবে তাঁরা নাকি বেঁচেও রয়েছেন। কাটোয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে ১১২৭ জন ভোটারের মধ্যে ৪৩ জন মৃত বলে দাবি বিজেপির। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, মৃত ভোটার থেকে থাকলে তার দায় নির্বাচন কমিশনের। অভিযোগ অস্বীকার করা হয়েছে। কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু মৌখিক জানান, “নাম আছে কিনা বলতে পারবো না,তবে SIR করা হচ্ছে নাম বাদ চলে যাবে।”
মৃত ভোটারদের নামের তালিকা ধরে TV9 বাংলাও পৌঁছে গিয়েছিল সেখানে। পরিবারের লোকদের সাফ বক্তব্য, মৃত ভোটারের নাম কীভাবে ভোটার তালিকায় রয়েছে তাঁদের জানা নেই। তাঁদের হয়ে কেউ ভোট দেয় নাকি সেটাও তারা বলতে পারবে না।
কাটোয়া নগর বিজেপির মন্ডল সভাপতি সুমন দেবনাথের বক্তব্য, “কাটোয়া পৌরসভার ৭৯ নম্বর বুথে ৪৩ জন মৃত ভোটারের নাম কয়েক বছর ধরে রয়েছে। বিজেপির পক্ষ একটি তালিকা তৈরি করে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ভূতুড়ে ভোটারদের হয়ে ভোট দিয়েই তৃণমূল এতদিন জিতে আসছে।”
অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “ভোটার তালিকায় মৃত ভোটার থাকলে তার দায় নির্বাচন কমিশনের। কাটোয়ায় বিজেপির কোন কর্মী নেই এজেন্ট নেই, তাও তৃণমূল হারছে, তার মানে ভূতুড়ে ভোটাররা বিজেপিকে ভোট দেয়।”
