Bus: রাস্তা থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে একের পর এক বাস, কারণটা কী?
21st July: সোমবার একুশে জুলাই। তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। জেলাগুলি থেকে বাসে- ট্রেনে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। এই আবহেই বাস না পেয়ে মাথায় হাত একাংশ সাধারণ মানুষের।

বর্ধমান: ‘ভি ফর ভ্যানিশ…’ ধর্মতলার সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও বাস। অধিকাংশ বেসরকারি বাস আজ রাস্তায় অমিল। তারা কোথায় গিয়েছে, কে তাদের তুলে নিয়েছে সবাই জানে। তবু কারও কিছুই করার নেই। কেউ সেভাবে মুখও খুলছেন না। বছরের পর বছর এইভাবেই চলে আসছে।
সোমবার একুশে জুলাই। তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। জেলাগুলি থেকে বাসে- ট্রেনে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। এই আবহেই বাস না পেয়ে মাথায় হাত একাংশ সাধারণ মানুষের। একই অবস্থা আরামবাগেও। সেখানেও বাস তুলে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এক তৃণমূল নেতা ক্ষমাও চেয়ে নিয়েছেন।
রবিবার পাঁশকুড়া-বর্ধমান রুটের এক বাসকর্মী জানান, আগে থেকেই বাস তুলে নেওয়া হয়েছে। হাতে গোনা কয়েকটি বাস চলছে। তিনি ভয়ে-ভয়ে জানান যে, বাস থেকে তিনি চালাচ্ছেন রুটবোর্ড খুলে। যাত্রীদের বলে দেওয়া হচ্ছে যদি রাস্তায় ধরে তাহলে বলতে যে এটা রিজার্ভ বাস। কিন্তু কেন? বাসকর্মী সুদীপ মণ্ডল জানান, “বাস খুব কম চলছে। রুট বোর্ড না দিয়ে চালাতে হচ্ছে। না হলে যখন খুশি ঘিরে নেমে। আমি তো প্যাসেঞ্জারদের বলছি কোথাও জিজ্ঞাসা করলে বলবেন যে রিজার্ভ করা।” তিনি আরও বলেন, “যদি জানতে পারে এটা রুটের বাস তাহলে যেখানে খুশি আটকে দেবে। আবার আগামীকাল বলবে লাগবে না, তাই বাধ্য হয়ে এই পন্থা নিয়ে বাস চালানো।”
বর্ধমানের বিভিন্ন বাসে INTTUC থেকে পোস্টার সাঁটানো হয়েছে,তাতে স্পষ্ট ২১ শে জুলাইয়ের জন্য এই বাসটি বুকিং করা হয়েছে। স্থানীয় মানুষজনদের অভিযোগ, শুধু আজ নয়, কার্যত দুই-তিনদিন আগে থেকেই বাস কমে এসেছে রাস্তায়। রবিবারের অবস্থা আরও খারাপ। বাসযাত্রী অসিত কুমার অধিকারী বলেন, “আমি জরুরি কাজে যেতে আলিশা বাসস্ট্যান্ডে এসেছিলাম। দেখি বাসস্ট্যান্ড ফাঁকা। ২১ শে জুলাই মিটিংয়ের জন্য সব বাস তুলে নিচ্ছে। আমার তো জরুরি কাজ ছিল। কীভাবে যাব বলুন তো।”
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রর অভিযোগ, যেখানে ধর্মঘট করলে সরকারি কর্মীদের বেতন কেটে নেওয়া হয় সেখানে ২১ শে জুলাই বা তার দু-তিনআগে থেকে সরকারি কর্মীরা কিভাবে অফিস পৌঁছাবে তার ব্যবস্থা কই? ২১ শে জুলাইয়ের নাম করে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা হয়েছে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে।
যদিও তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, “আমাদের বেশিরভাগ মানুষই ট্রেনে যায়। আবার কেউ ছোট গাড়ি ভাড়া করে যায়। কয়েকটা বাস ভাড়া করা হতে পারে। কিন্তু আগে থেকে কোনও বাস ২১শে জুলাইয়ের জন্য তুলে নেওয়া হয়নি।”

