Bardhaman: একে অপরকে বেধড়ক মার, পুজোর আগে TMC vs TMC
Bardhaman: আহত শেখ সাবিরের মা অভিযোগ করেন, "আমার ছেলেও তৃণমূল করে। সভাধিপতির সঙ্গে দল করে। আজ বাজারে আসার সময় ওদের বিধায়ক গোষ্ঠীর লোকজন ঘিরে ধরে শাবল,বাঁশ দিয়ে ৫-৬ মিলে মারে মারধর করে এবং নালায় ফেলে দেয়।"

বর্ধমান: ফের মঙ্গলকোটে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনে অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিয়ামত মল্লিক ভাঙরির ব্যবসা করেন। প্রতিদিনের মতো এদিনও বুধবার সকালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটর বনপাড়া এলাকায় ব্যবসা করতে আসেন। তিনি জানান, “শুধুমাত্র সভাধিপতি লোহারের সঙ্গে দল করি আমরা। এজন্য আক্রমণ করা হল।” তাঁদের আরও অভিযোগ, বিধায়ক অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর লোকজনই কোনও কারণ ছাড়াই তাঁদের মারধর করে। জানা গিয়েছে, সভাধিপতির ঘনিষ্ঠ ৪-৫ জনকে শাবল, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বিধায়ক ঘনিষ্ঠরা।
আহত শেখ সাবিরের মা অভিযোগ করেন, “আমার ছেলেও তৃণমূল করে। সভাধিপতির সঙ্গে দল করে। আজ বাজারে আসার সময় ওদের বিধায়ক গোষ্ঠীর লোকজন ঘিরে ধরে শাবল,বাঁশ দিয়ে ৫-৬ মিলে মারে মারধর করে এবং নালায় ফেলে দেয়।”
আহত সাবির আলিও বলেন, “সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের সঙ্গে দল করি। এটাই আমাদের অপরাধ। আজ যখন বাজারে যাই তখন বিধায়কের লোকজন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর করে।” এই নিয়ে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের ফোনে প্রতিক্রিয়া চাইলে তিনি রাজনৈতিক ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন।
