Bardhaman: পরিষেবা কি স্বাভাবিক হবে? আলু নিয়ে বড় সিদ্ধান্ত
Bardhaman: মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছিল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগেই হুঁশিয়ারি দিয়েছিল, বর্ডার না খুললে তারা মঙ্গলবার থেকে কর্মবিরতিতে সামিল হবে।
বর্ধমান: রাজ্য সরকারের চাপে পিছু হঠল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেই বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার তাদের কর্মবিরতি তুলে নেওয়া হবে। অর্থাৎ বুধবার হিমঘর থেকে আলু বের হবে ও বাজারে সরবরাহ করা হবে আগের মত।
মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছিল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগেই হুঁশিয়ারি দিয়েছিল, বর্ডার না খুললে তারা মঙ্গলবার থেকে কর্মবিরতিতে সামিল হবে। সেই মতো এদিন হিমঘর থেকে আলু বের হয়নি।ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেন হিমঘরের মালিকরাও। তাই সব হিমঘরেই তালা। পূর্ব বর্ধমানের কোনও হিমঘর থেকে কার্যত কোনও আলু বের হয়নি আজ।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন, “আমরা সাধারণ মানুষের কথা ভেবে কর্মবিরতি তুলে নিচ্ছি। বুধবার রাত থেকে হিমঘর থেকে আলু বের হবে।” রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, “এই মুহূর্তে রাজ্যের হিমঘর গুলিতে আলু আছে প্রায় ৯ শতাংশ। যা আলু মজুত আছে তাতে কোনA ভাবে আলর জোগানে টান পড়বে না।”