কাঁথি: সমবায় ভোটে বেনজির নিরাপত্তা। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। ১০৮টি আসনে প্রতিনিধি নির্বাচন। ভোটে লড়ছেন ৪৩০ জন প্রার্থী। কারচুরি রুখতে বুথে বুথে বসেছে সিসিটিভি ক্যামেরা। এদিকে রাজ্যে কোনও সমবায় নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা এই প্রথম। যা দেখে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
কাঁথি সমবায়ে ভোটে ১৬ কেন্দ্রের মধ্যে ১৪টি সেন্টারে ভোট হচ্ছে। ৮০ হাজারের বেশি ভোটার রয়েছে। সব জায়গাতেই টহল দিচ্ছে আধা সেনা। তবে তাঁদের সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। ভোট কেন্দ্রগুলির বাইরে যাতে কোনও ঝামেলা না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে পুলিশের। এমনকী কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি রাখা হয়েছে একটি কুইক রেসপন্স টিম। কাঁথি মহকুমার মধ্যে পাঁচটি কেন্দ্রেই একই ছবি।
কাঁথি শহরের লাগোয়া আয়ুর্বেদ কলেজ, ক্ষেত্রমোহন, ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের মতো সেন্টারগুলিতে প্রায় গড়ে আড়াই থেকে তিন হাজার ভোটের রয়েছে। সকাল থেকেই চলছে ভোটদান। ভোট কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে রয়েছে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গেটের সামনে যেমন পরিচয়পত্র দেখে তবেই ভোট গ্রহণ কেন্দ্র ঢুকতে দেওয়া হচ্ছে তেমনই ভিতরেও আরও একধাপ নিরাপত্তা ব্যবস্থা পার করতে হচ্ছে।