প্রাপ্য ৯০ টাকা, সেটাও দেওয়া হচ্ছে না ৬-৭ মাস ধরে! একে একে কাজ ছাড়ছেন ওঁরা
Purba Medinipur: বর্তমানে পাঁশকুড়া ব্লকে প্রায় ৩৫ জন কর্মী কাজ করছেন। এর আগে অনেকেই কাজ করতেন, তবে টাকার সমস্যার জন্য অনেকে কাজ ছেড়ে দিয়েছেন। তাঁদের দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিককে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
পাঁশকুড়া: বুধবার সকাল থেকেই পাঁশকুড়া ব্লক জুড়ে চলছে এভিডি (Alternate Vaccine Delivery) কর্মীদের ধর্মঘট। উত্তর মেছোগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রতীকী বিক্ষোভও দেখালেন এভিডি-র কর্মীরা। একাধিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে গিয়ে ধর্মঘটে সামিল হন তাঁরা। তাঁদের দাবি, প্রায় ৬ থেকে ৭ মাস বেতন পাননি তাঁরা। বিএমএইচ ও স্বাস্থ্যকর্তার দ্বারস্থ হয়েও কোনও সমাধান মেলেনি।
ন্যূনতম ৯০ টাকা বেতন, সেটাও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও সোশ্যাল মবিলাইজারের জন্য একটা আলাদা টাকা পেতেন তাঁরা, সেটাও প্রায় দু’বছর ধরে বন্ধ। কর্মীরা জানান, তাঁদের এটা ছাড়া আর বিকল্প আয়ের কোনও উৎস নেই। তাই এই বকেয়া বেতনে না পাওয়ায় সমস্যায় পড়েছেন এভিডি কর্মীরা।
বর্তমানে পাঁশকুড়া ব্লকে প্রায় ৩৫ জন কর্মী কাজ করছেন। এর আগে অনেকেই কাজ করতেন, তবে টাকার সমস্যার জন্য অনেকে কাজ ছেড়ে দিয়েছেন। তাঁদের দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিককে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। বকেয়া বেতন দিতে হবে, আর মাসিক বেতন ধারাবাহিক করতে হবে। এদিন প্রায় সকাল থেকে এই ধর্মঘট শুরু হয় এলাকায়। এভিডি-র কর্মীরা জানান, ব্লকের স্বাস্থ্য আধিকারিক তাঁদের সঙ্গে যতক্ষণ না বসে আলোচনা হচ্ছে, ততক্ষণ এই ধর্মঘট ও ধরনাও চলবে।