AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: BLO-র বদলে ফর্ম বিলি করছেন তাঁরই আত্মীয়! ভিডিয়ো ঘিরে বিতর্ক

Nandigram: ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিজেপি অভিযোগ করছেন, প্রথম থেকেই ওই BLO কোনও কাজ করেননি। ফর্ম বিলির সম্পূর্ণ কাজ করেছেন তাঁর আত্মীয় প্রাক্তন প্রধান সমর প্রামাণিক। এমনকি বিজেপির BLO ২ কেও তাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে BDO নন্দীগ্রাম ১ অভিযোগ জানানো হয়েছে।

Nandigram: BLO-র বদলে ফর্ম বিলি করছেন তাঁরই আত্মীয়! ভিডিয়ো ঘিরে বিতর্ক
বিএলও-র আত্মীয়র ফর্ম বিলি!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2025 | 6:25 PM
Share

পূর্ব মেদিনীপুর:  নন্দীগ্রামে ফর্ম বিলির কাজ করছেন না BLO। তাঁর বদলে ফর্ম বিলি করছেন তাঁর আত্মীয়। ভিডিয়ো ঘিরে শোরগোল পড়েছে নন্দীগ্রামে।  নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার ২০৩ নম্বর বুথের SIR ফর্ম বিলির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্থানীয় আইসিডিএস কর্মী BLO সঞ্চিতা প্রামাণিক নয়, ফর্ম বিলির কাজ করছেন স্থানীয় BLO সঞ্চিতা প্রামাণিকের আত্মীয় ওই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিজেপি অভিযোগ করছেন, প্রথম থেকেই ওই BLO কোনও কাজ করেননি। ফর্ম বিলির সম্পূর্ণ কাজ করেছেন তাঁর আত্মীয় প্রাক্তন প্রধান সমর প্রামাণিক। এমনকি বিজেপির BLO ২ কেও তাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে BDO নন্দীগ্রাম ১ অভিযোগ জানানো হয়েছে। পুরো বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মান্নান। শেখ মান্নান বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর বক্তব্য, বিষয়টি কমিশনের নজরে পড়বে। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়।

বিএলও-দের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। কেউ চাঁটাই বিছিয়ে, কেউ বা চায়ের দোকানে, কিংবা কেউ তৃণমূল নেতার বাড়িতে বসেই নাকি এনুমারেশন ফর্ম বিলি করছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এই বিষয়টি এসেছে। কিন্তু এবার বিএলএ-বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ। বিএলএ, মানে যাঁরা রাজনৈতিক দলের প্রতিনিধি, যাঁরা বিএলও-দের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে,তাঁরা নাকি মৃত ভোটারদের নামেও এনুমারেশন ফর্ম দিতে বাধ্য করেছেন। এরকম ৮ জনের নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে।