SIR: বৈঠক শুরুর আগেই কোলাঘাটে বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা
SIR: এদিন জাতীয় নির্বাচন আধিকারিকরা কোলাঘাট অডিটোরিয়ামে ঢোকার মুখেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়। শেষে তাঁরা রাস্তার ধারেই বিক্ষোভ দেখান।

পূর্ব মেদিনীপুর: আজ ডেপুটি নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কোলাঘাটে রয়েছে এসআইআর নিয়ে বৈঠক। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা ঢোকার মুখেই তাদের ঘিরে বিক্ষোভ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের। SIR নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তিন জেলার আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন। বেলা এগারোটার কিছু আগেই কমিশনের প্রতিনিধিরা চলে আসেন।
এদিন জাতীয় নির্বাচন আধিকারিকরা কোলাঘাট অডিটোরিয়ামে ঢোকার মুখেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়। শেষে তাঁরা রাস্তার ধারেই বিক্ষোভ দেখান।
সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য বলেন, “আজকে নির্বাচন কমিশন যে SIR করছে, তা মানতে পারছি না, কেননা অনেকের নাম ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে, যাঁরা সত্যিকারের ভারতীয় নাগরিক, সে ভোটার হিসেবে লিস্ট করতে পারছে না। আমরা সেখানে ভারতীয় নাগরিক হয়ে সেই জিনিসকে মান্যতা দেব, এটা হয় না। আমরা এস আই আর মানছি না।”
প্রসঙ্গত, বুধবারই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ভোটার তালিকা থেকে শুধুমাত্র চার ধরনের নাম বাদ যাওয়ার কথা। মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, এই প্রক্রিয়া চলার ফলে কোনও ভারতীয় নাগরিক, সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন, তাঁর নাম বাদ যাবে না। তবে তাঁদের ঢোকার মুখেই সরাসরি ব্রাহ্মণ ট্রাস্টের এই বিক্ষোভ উত্তেজনা ছড়িয়েছে।
বিক্ষোভকারীদের একজন বলেন, “কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, অবৈধভাবেই ভোটার লিস্ট বাতিল করতে হবে। কমিশনকে স্বতন্ত্র ভূমিকা পালন করতে হবে। আমাদের দাবি, SIR বাতিল করতে হবে।” উল্লেখ্য, এদিন কোলাঘাট অডিটোরিয়ামে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, ERO, AERO,BLO-দের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
