সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদকের পদ থেকে অপসারিত শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ শ্রীধর
শনিবার পূর্ব মেদিনীপুরের মেচেদা শান্তিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে বোর্ড মিটিং হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র, প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য সভাপতি এবং ট্রাস্টের সদস্যরা।
পূর্ব মেদিনীপুর: পদ খোয়ালেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক শ্রীধর মিশ্র। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্রীধর ট্রাস্টের জন্মলগ্ন থেকেই সম্পাদক ছিলেন। শুভেন্দু ঘনিষ্ঠতার কারণেই কি পদ খোয়ালেন তিনি? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট নামক সংগঠন তৈরিহয়। সে থেকেই এই ট্রাস্ট্রের সম্পাদক ছিলেন শ্রীধর মিশ্র। তৎকালীল রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন শ্রীধর। এক সময় পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মুখ্য উপদেষ্টা হন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।
এরপর বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। রাজীবও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। রাজীব যেদিন বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন অর্থাৎ ২৯ জানুয়ারি ধর্মতলায় পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শ্রীধর মিশ্রকে ভোট চলাকালীন বিজেপির পতাকা হাতে দেখা যায়। ইতিমধ্যেই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
সংবাদমাধ্যমকে শ্রীধর জানান, “যাঁদের আমি হাতে ধরে কাজ শিখিয়েছিলাম, তাঁরাই আমার সঙ্গে বেইমানি করলেন। তাঁরাই আমায় সরিয়েছেন।” জানা গিয়েছে, ইতিমধ্যে শ্রীধরের দেহরক্ষী এবং গাড়িও সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে সৌমেন মহাপাত্র বলেন, “যিনি ভাবতেন তাঁর সমাজে শত্রু তৈরি হয়েছে। যাঁকে মুখ্যমন্ত্রী সিকিউরিটি দিয়েছিলেন এবং এখনও তিনি তা নিয়ে চলছেন। আমি আশা করছি আগামী দিন তাঁর সিকিউরিটি থাকবে না।”
উল্লেখ্য, শনিবার পূর্ব মেদিনীপুরের মেচেদা শান্তিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে বোর্ড মিটিং হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র, প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য সভাপতি এবং ট্রাস্টের সদস্যরা। সেখানেই জানানো হয়, পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক শ্রীধর মিশ্রকে পদ থেকে সরানো হচ্ছে।
আরও পড়ুন: ‘মোদীর যত দাড়ি বাড়ছে তত করাপশনও’, রাফাল ‘কাঁটায়’ কটাক্ষ কল্যাণের
পাশাপাশি, ট্রাস্টের অস্থায়ী কমিটিতে যুক্ত হন সৌমেন মহাপাত্র, জ্যোতির্ময় কর, বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক তিলক চক্রবর্তী, রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আগামী কিছুদিন এই অস্থায়ী কমিটি ট্রাস্ট পরিচালনা করবে বলে জানানো হয়। পরে জেলা এবং রাজ্য কমিটি পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হবে বলে জানান মন্ত্রী সৌমেন মহাপাত্র।