AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভায় শুভেন্দুর নামে জয়ধ্বনি, হঠাৎ কী বললেন শাসক নেতা?

TMC leader praises Suvendu Adhikari: নিজের বক্তব্য শেষ করতে গিয়ে তৃণমূল ওই নেতা বলেন, "তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।" শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিতে ফিসফাস শুরু হয় মঞ্চে।

Nandigram: নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভায় শুভেন্দুর নামে জয়ধ্বনি, হঠাৎ কী বললেন শাসক নেতা?
কী বললেন তৃণমূল নেতা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 8:01 PM
Share

নন্দীগ্রাম: একসময় তিনি তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন। কিন্তু, বছর পাঁচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। ছাব্বিশে রাজ্যে তৃণমূলকে হারানোর কথা বলছেন। সেই শুভেন্দু অধিকারীর নামে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভা থেকেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি মহাদেব বাগ শুভেন্দু নামে ‘জিন্দাবাদ’ স্লোগান দিলেন।

সোমবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজিৎ রায়, চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মহাদেব বাগ। বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, “টাকা বন্ধ করে দিয়ে বিজেপি কীভাবে ভাবছে, ছাব্বিশ সালে বাংলায় ক্ষমতায় আসবে তারা। আড়াইশো আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবেন।” তাঁর এই কথা শুনে হাততালি দেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা।

এরপরই নিজের বক্তব্য শেষ করতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।” শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিতে ফিসফাস শুরু হয় মঞ্চে। দর্শকাসনে বসে থাকা অনেকেও পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করেন। ভুল বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।”

হঠাৎ তৃণমূলের প্রতিবাদ সভায় দলের নেতা শুভেন্দুর নামে কেন জিন্দাবাদ বললেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। কেউ কেউ বলছেন, বিজেপিতে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু। ফলে সেই অভ্যাসের ফলেই হয়তো শুভেন্দুর নামে জয়ধ্বনি দিয়েছেন ওই নেতা। সভার পর এই নিয়ে অবশ্য তৃণমূল ওই নেতা কোনও মন্তব্য করতে চাননি।