পূর্ব মেদিনীপুর: বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় মিসড কলের সাহায্যে বিজেপির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে একটি ছবি সামনে আসে। নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দাবি করা হয়েছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন গোপাল চন্দ্র বেরা নামে ওই নেতা। তাঁর দাবি তিনি তৃণমূলেই আছেন।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সম্প্রতি বিজেপি কর্মী সুজিত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, গোপাল চন্দ্র বেরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। ফেসবুকে পোস্ট করে তাই ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এরপরই গোপাল চন্দ্র বেরা অভিযোগ করেন, ওটা ফেক ছবি। তাঁর ছবি এডিট করা হয়েছে। ফোন নম্বরটাও ভুল বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, “আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি। তাঁরা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।”
এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন এগরা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সত্য চক্রবর্তী। তবে বিজেপির দাবি, অনেকেই গোপনে বিজেপিতে যোগ দিচ্ছেন। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুবমোর্চার ইনচার্জ অরূপ দাস বলেন, “তৃণমূলে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, তাতে অনেকেই গোপনে সদস্যপদ নিচ্ছেন। ভাল নেতারা কেউ থাকতে চাইছেন না। এই ঘটনাটাও পরে বোঝা যাবে।”