AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandakumar: অনুদান পেলে রাখতে হবে মমতার ছবি, নতুবা…, নিদান তৃণমূল বিধায়ক

নতুবা বন্ধ করে দেওয়া হবে অনুদান। হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। সোশ্যাল মিডিয়া সেই ভিডিয়ো পোস্ট করে তীব্র কটাক্ষ ছুঁড়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ওই টাকা জনগণের করের টাকা। বিধায়কের পৈতৃক সম্পত্তি নয়।

Nandakumar: অনুদান পেলে রাখতে হবে মমতার ছবি, নতুবা..., নিদান তৃণমূল বিধায়ক
তৃণমূল বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2025 | 2:33 PM
Share

নন্দকুমার: এবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি সেই অনুদান পেয়ে গিয়েছে। পুজো-পুজো আবহ যখন এগিয়ে আসছে, তার মধ্যেই এবার নয়া নিদান দিলেন পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল নেতা। ক্লাবগুলিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। নতুবা বন্ধ করে দেওয়া হবে অনুদান। হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। সোশ্যাল মিডিয়া সেই ভিডিয়ো পোস্ট করে তীব্র কটাক্ষ ছুঁড়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ওই টাকা জনগণের করের টাকা। বিধায়কের পৈতৃক সম্পত্তি নয়।

বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস সংলগ্ন একটি হল ঘরে নন্দকুমার থানা এলাকার ৬৬ টি পুজো কমিটিকে নিয়ে সরকারি অনুদান বিলির অনুষ্ঠান হয়েছিল। উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সেখানেই উপস্থিত ছিলেন সুকুমার। তাঁর বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু। সেই পোস্ট থেকে দেখা যায় বিধায়ক বলছেন, সরকারিভাবে প্রাপ্ত অনুদান পাওয়ার পরেও অনেক পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে না। তিনি নিজে তাঁর বিধানসভার অনুদানপ্রাপ্ত ক্লাবগুলোর মণ্ডপগুলিতে ডাইরি নিয়ে ঘুরে দেখবেন। যদি কোনও মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে, তবে আগামী বছরে অনুদান আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিধায়কের বক্তব্য, যিনি এই কাজ করছেন তাঁকে সম্মান অন্তত দেওয়া উচিত।

বিরোধী দলনেতা ওই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন। এই টাকা রাজ্যের জনগণের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ধমকাচ্ছেন, মনে হচ্ছে অনুদানের টাকা যেন তাঁদের পৈতৃক সম্পত্তি।”

বিধায়ক সুকুমার দে বলেন, “মুখ্যমন্ত্রীর এই অনুদান অনেকেই আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন। কিন্তু কিছু ক্লাব মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়নি বা সরকারি প্রকল্পের সুবিধাগুলি তুলে ধরেনি।” তাঁর বক্তব্য, “কেন্দ্রের কোনও প্রকল্প থাকলে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যের প্রকল্পে তাঁদের মুখ্যমন্ত্রীর ছবি থাকে তাহলে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে না? এটাই আমি বলতে চেয়েছিলাম।”

“এই বিষয়ে শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন, “সরকার টাকা ধার করছে এবং ক্লাবগুলিকে দিচ্ছে। এটা কারও বাবার টাকা নয়। লোকসভা ভোটে নন্দকুমারে বিজেপির লিড আছে। এবারে ভোটে দাঁড়ালে আমরা ২৫ হাজার ভোটে হারাবো ওকে। উনি নিজেই ওখানে প্রাক্তন হবে।”