Nandigram: এক রাতেই ঘুরে গেল দুই বন্ধুর ভাগ্যের চাকা, ‘উপরওয়ালা যাব দেতা হ্যায়..’, খুশির জোয়ারে ভাসছে পরিবার

Nandigram: রাত কাটান রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে। এদিকে তাঁদের কোটি টাকা জেতার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। রীতিমতো উৎসবের মেজাজ দেখা যায় আমড়াতোলা গ্রামে। অন্যদিকে কোটি টাকা জেতায় খুশি সুধাংশু, ভীমচরণের পরিবারের লোকজনও।

Nandigram: এক রাতেই ঘুরে গেল দুই বন্ধুর ভাগ্যের চাকা, ‘উপরওয়ালা যাব দেতা হ্যায়..’, খুশির জোয়ারে ভাসছে পরিবার
উৎসবের মেজাজ গ্রামে Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2024 | 4:42 PM

নন্দীগ্রাম: ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কে বলতে পারে! কেউ রাতারাতি সব খুইয়ে পথে বসছেন, কেউ আবার রাতারাতি কোটিপতি! এবার এক লটারিতেই বদলে গেল নন্দীগ্রামের দুই ব্যক্তির ভাগ্যের চাকা। রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। ভয়ে সোজা ছুটলেন পুলিশের কাছে। সেখানেই কাটল রাত। 

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমড়াতলায় থাকেন সুধাংশু জানা ও ভীমচরণ কাণ্ডার। সন্ধ্যায় তাঁরা ভীম বাজার সংলগ্ন একটি লটারির কাউন্টার থেকে লটারি কাটেন। রাত ৮ টায় বের হয় ফল। তাত দেখেই চোখ ছানা বড়া হয়ে যায় দুই বন্ধুর। দেখা যায় তাঁদের কাটা লটারিতেই জিতে গিয়েছেন ১ কোটি টাকা। আনন্দে আত্মহারা হলেও মনে কাজ করে ভয়। আর সেই ভয় থেকেই সোজা চলে যান পুলিশের কাছে। 

রাত কাটান রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে। এদিকে তাঁদের কোটি টাকা জেতার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। রীতিমতো উৎসবের মেজাজ দেখা যায় আমড়াতোলা গ্রামে। অন্যদিকে কোটি টাকা জেতায় খুশি সুধাংশু, ভীমচরণের পরিবারের লোকজনও। এত টাকা নিয়ে এখন তাঁরা কী করবেন সেই পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু, চাইছেন টাকা যতক্ষণ না ব্যাঙ্কে আসছে ততক্ষণ তাঁদের একটু খেয়াল রাখুক পুলিশ। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)