Suvendu vs Abhisekh : শুভেন্দু না অভিষেক? কাঁথিতে কার সভায় ভিড় বেশি? তুঙ্গে তরজা

Suvendu vs Abhisekh : ঘাসফুল শিবিরের দাবি ছিল ৩ ডিসেম্বর অভিষেকের সভাতে ভিড় হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষের।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 12:03 AM
চলতি মাসের শুরুতেই শুভেন্দু গড়ে পা রেখে বিজেপির (BJP) বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

চলতি মাসের শুরুতেই শুভেন্দু গড়ে পা রেখে বিজেপির (BJP) বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

1 / 7
এবার সেই কাঁথিতেই এদিন বড় সভা করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। কিন্তু, শুভেন্দু না অভিষেক? কার সভায় ভিড় বেশি হল?

এবার সেই কাঁথিতেই এদিন বড় সভা করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। কিন্তু, শুভেন্দু না অভিষেক? কার সভায় ভিড় বেশি হল?

2 / 7
৩ ডিসেম্বর অভিষেকের সভার পর ঘাসফুল শিবিরের দাবি ছিল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের ভাষণ শুনতে ভিড় হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষের। অস্বস্তি বেড়েছিল পদ্ম শিবিরের। তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এখন বিজেপির দাবি, এদিন শুভেন্দুর সভাতেও রেকর্ড জনসমাগম হয়েছে। উপচে পড়েছিল দলীয় কর্মী ও সমর্থকদের ভিড়।

৩ ডিসেম্বর অভিষেকের সভার পর ঘাসফুল শিবিরের দাবি ছিল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের ভাষণ শুনতে ভিড় হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষের। অস্বস্তি বেড়েছিল পদ্ম শিবিরের। তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এখন বিজেপির দাবি, এদিন শুভেন্দুর সভাতেও রেকর্ড জনসমাগম হয়েছে। উপচে পড়েছিল দলীয় কর্মী ও সমর্থকদের ভিড়।

3 / 7
বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, “সভাচলাকালীন এদিন মাঠে প্রায় ৫০ হাজার লোক এসেছিলেন। মাঠ ভর্তি হয়ে যাওয়ায় সেখানে যেতে পারেননি আরও প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ। সব মিলিয়ে প্রায় ৬০ হাজারের বেশি লোক এসেছিলেন।”

বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, “সভাচলাকালীন এদিন মাঠে প্রায় ৫০ হাজার লোক এসেছিলেন। মাঠ ভর্তি হয়ে যাওয়ায় সেখানে যেতে পারেননি আরও প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ। সব মিলিয়ে প্রায় ৬০ হাজারের বেশি লোক এসেছিলেন।”

4 / 7
এরপরেই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে সুদাম পণ্ডিত আরও বলেন, “অভিষেকের সভায় লক্ষাধিক লোক হয়েছিল তৃণমূল বলেছে। কিন্তু, ওই মাঠে কত লোক ধরতে পারে তা সবাই জানে। আমরা সঠিকটাকে সঠিক বলি।”

এরপরেই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে সুদাম পণ্ডিত আরও বলেন, “অভিষেকের সভায় লক্ষাধিক লোক হয়েছিল তৃণমূল বলেছে। কিন্তু, ওই মাঠে কত লোক ধরতে পারে তা সবাই জানে। আমরা সঠিকটাকে সঠিক বলি।”

5 / 7
পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “রেকর্ড পরিমাণ কী লোক হয়েছে।  শুভেন্দু যে মাঠে প্রোগ্রাম করেছে সেখানে খুব বেশি হলে ৫ থেকে ৬  হাজার লোক হতে পারে। কাঁথি থেকে লোক যায়নি। ফলে বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে। পশ্চিম মেদিনীপুর থেকে লোক এনেছে। লোক হয়নি বলে এখন এটাওটা বলে গর্জন করছে।”

পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “রেকর্ড পরিমাণ কী লোক হয়েছে। শুভেন্দু যে মাঠে প্রোগ্রাম করেছে সেখানে খুব বেশি হলে ৫ থেকে ৬ হাজার লোক হতে পারে। কাঁথি থেকে লোক যায়নি। ফলে বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে। পশ্চিম মেদিনীপুর থেকে লোক এনেছে। লোক হয়নি বলে এখন এটাওটা বলে গর্জন করছে।”

6 / 7
কটাক্ষবাণ শানিয়েছেন যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরিও। তিনি ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, চন্দ্রকোনা, নন্দীগ্রাম, কোলাঘাট, বালিচক থেকে লোক নিয়ে এসেও ছোট্ট জায়গা ভরাতে পারলেন না শুভেন্দুবাবু। এই ব্যর্থতা কোথায় ঢাকবেন! নিজের এলাকার মানুষই আপনার সঙ্গে নেই। সারা বাংলার কথা ভাবছেন।’

কটাক্ষবাণ শানিয়েছেন যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরিও। তিনি ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, চন্দ্রকোনা, নন্দীগ্রাম, কোলাঘাট, বালিচক থেকে লোক নিয়ে এসেও ছোট্ট জায়গা ভরাতে পারলেন না শুভেন্দুবাবু। এই ব্যর্থতা কোথায় ঢাকবেন! নিজের এলাকার মানুষই আপনার সঙ্গে নেই। সারা বাংলার কথা ভাবছেন।’

7 / 7
Follow Us: