Canning: ‘আবাস যোজনায় নাম তোলার কথা বলে হোটেলে নিয়ে গিয়েছিল’, ক্যানিংয়ে মহিলার মৃত্যুতে ধৃত তৃণমূল কর্মী
Canning: শুক্রবার যে হোটেলে ঢুকেছিলেন মৃত মহিলা ও ধৃত ব্যক্তি, সেই হোটেলের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে। হোটেলের তরফে জানানো হয়, ওই ২ জন তাদের হোটেলে এসেছিলেন। রুম নিয়ে ভিতরে ঢুকে যান।
ক্যানিং: ক্যানিংয়ে হোটেলে এক মহিলার মৃত্যুর ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ওই তৃণমূল কর্মীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, মৃত মহিলার পরিবারের অভিযোগ, আবাস যোজনায় নাম তোলার কথা বলে মহিলাকে হোটেলে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। একইসঙ্গে মৃত মহিলার মেয়ের অভিযোগ, তাঁর মায়ের কাছে গয়না, টাকা ছিল, সেগুলি নিয়ে পালায় অভিযুক্ত ব্যক্তি।
শুক্রবার যে হোটেলে ঢুকেছিলেন মৃত মহিলা ও ধৃত ব্যক্তি, সেই হোটেলের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে। হোটেলের তরফে জানানো হয়, ওই ২ জন তাদের হোটেলে এসেছিলেন। রুম নিয়ে ভিতরে ঢুকে যান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি হোটেলের কর্মীদের কাছে এসে বলেন, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। তারপর একটি টোটোতে মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে যান।
আবাস যোজনায় নাম তোলার কথা বলে তাঁর মাকে ধৃত ব্যক্তি লজে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ মৃতের মেয়ের। তিনি বলেন, “মায়ের গলায় চেন ছিল, হাতে বালা ছিল, আংটি ছিল। ৫০ হাজার টাকা ছিল। বাড়ির দলিল ছিল। সব নিয়ে পালিয়েছে ওই ব্যক্তি।” ধর্ষণ করে খুনের অভিযোগ তোলের মৃতের পরিবার। অভিযুক্তের ফাঁসির দাবি জানায় তারা। খুনের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ব্যক্তি।
এই খবরটিও পড়ুন
মৃতের পরিবারের অভিযোগ মানতে চাননি ধৃত ব্যক্তির স্ত্রীও। তিনি বলেন, “ডেকে নিয়ে যায়নি আমার স্বামী। ৪-৫ বছরের সম্পর্ক ছিল।” তাঁর স্বামী দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন বলে মন্তব্য করেন তিনি। ওই মহিলার সঙ্গে ধৃত ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ মন্তব্য করেন। তবে ধৃত ব্যক্তি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে তাঁরা জানান।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আফতাবউদ্দিন মোল্লাও ধৃত ব্যক্তিকে দলের কর্মী হিসাবেও স্বীকার করে নেন। তিনি বলেন, “ওই ব্যক্তি তৃণমূল করে। তবে আমাদের সঙ্গে তেমন যোগাযোগ নেই।” ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যে যত বড় নেতা হোক না কেন, অন্যায় করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে ধৃত ব্যক্তি কোনও নেতা নন। ব্লক লেভেলে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকতে পারেন।”