Canning: ঘরের মধ্যেই এই কাজ করে ফেলেছিল ছেলে, শিক্ষা দিতে গিয়ে আরও বড় অপরাধ করলেন বাবা-মা
Canning: ক্যানিং থানা পুলিশ এসে শিকল বাঁধা অবস্থায় ওই ছেলেকে উদ্ধার করে। বুধবার ঘটনা টি ক্যানিং থানা পূর্ব মৌখালী গ্রামে। অভিযুক্ত ছেলের নাম আকাশ সাউ।
ক্যানিং: নেশা করার টাকার জন্য টাকা চেয়ে বারবার বাবা-মায়ের ওপর অত্যাচার করতেন। বাবা-মাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তারপর শুরু করেছিলেন বাড়িতে চুরি করা। ঘর থেকে যে কোনও জিনিস চুরি করে বেঁচে, যা টাকা পেতেন, তা দিয়েই হত নেশা। ঘরে আবারও চুরি করায় এবার হাতে নাতে ধরে ফেলেন বাবা-মা। ছেলেকে বেধড়ক মারধরের পর শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। গ্রামবাসীরাই খবর দেন ক্যানিং থানায়। পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পূর্ব মৌখালি গ্রামে। অভিযুক্ত ছেলের নাম আকাশ সাউ। তবে ছেলের এই ঘটনায় রীতিমতো বিধ্বস্ত পরিবার।
পূর্ব মৌখালি বাসিন্দা প্রতাপ সাউ ও সরস্বতী সাউ। তাঁদের এক মাত্র ছেলে বেশ কয়েক বছর ধরে নেশার জগতে বুঁদ হয়ে যান। কিন্তু বাবা-মায়ের সে অর্থে রোজগারও বেশি নেই। ফলে নেশার টাকা জোগাড় করতে ঘর থেকে জিনিস চুরি করে তা বাজারে গিয়ে বিক্রি করে দিতে শুরু করেন। মঙ্গলবার সেরকমই কিছু জিনিস ঘর থেকে চুরি করতে গিয়ে বাবা-মায়ের হাতেই ধরা পড়ে যান তিনি। বাবা মায়ের কথায়, “ছেলে প্রায় সময় নেশা ভান করে। আর নিজের ঘরে প্রায় সময় চুরি করে।” ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠেন বাবা-মা। নিজের ছেলেকে শাস্তি দেওয়ার জন্য হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন তাঁরা। পরে ক্যানিং থানায় খবর দিলে ক্যানিং থানা পুলিশ গিয়ে শিকল বাঁধা অবস্থায় ছেলেকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আকাশ সাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বাবা-মায়ের সঙ্গেও কথা বলা হচ্ছে।