VIDEO: বিরোধীদের জেতা বুথে কাজ করবে না তৃণমূল, শওকতের নিদান
বিরোধীদের গঠিত পঞ্চায়েতে অসহযোগিতার বার্তা স্পষ্ট হয়েছে শওকতের ওই বক্তব্যে। রবিবার ভাঙড় ২ নম্বর ব্লকে বিজয়গঞ্জ বাজারে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ওই বক্তব্য রেখেছেন তৃণমূল বিধায়ক। শওকত যখন এমন কথা বলছেন, তখন মঞ্চে তাঁর পাশেই বসেছিলেন আরাবুল ইসলাম-সহ তৃণমূলের স্থানীয় একাধিক নেতা।
ভাঙড়: বিরোধীরা যে সব পঞ্চায়েতে জিতেছে, সেখানে কীভাবে তারা কাজ হবে তা নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দলীয় কর্মীদের দেওয়া এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিধায়ক। বিরোধীদের গঠিত পঞ্চায়েতে অসহযোগিতার বার্তা স্পষ্ট হয়েছে শওকতের ওই বক্তব্যে। রবিবার ভাঙড় ২ নম্বর ব্লকে বিজয়গঞ্জ বাজারে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ওই বক্তব্য রেখেছেন তৃণমূল বিধায়ক। শওকত যখন এমন কথা বলছেন, তখন মঞ্চে তাঁর পাশেই বসেছিলেন আরাবুল ইসলাম-সহ তৃণমূলের স্থানীয় একাধিক নেতা।
তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে শওকত বলেছেন, “ভাঙড়ে আমাদের ৯টা অঞ্চলে যে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য আছেন তাঁদেরকে বলব, যখন পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের মিটিং হবে দলবদ্ধ ভাবে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে নিজেদের প্রস্তাব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে অনুমোদন করাতে হবে। যে পঞ্চায়েতগুলো ওরা জিতেছে ওরা কাজ করে দেখাক। আমাদের পঞ্চায়েত ওই সমস্ত বুথে কোনও কাজ করবে না।”
সওকতের এই মন্তব্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা উত্তম কর বলেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শওকতের বিষয়ে বলেছিল, তুই তো বোম বাঁধিস। তাঁর থেকে এর বেশি কী আশা করব। এক জন বিধায়ক বলছেন, বিরোধীদের পঞ্চায়েতে কাজ করতে দেব না। তিনি যে দল করেন, এটা সেই দলের মনোভাবেরই প্রতিফলন।”