Cyclone Remal: প্রবল ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত কুলতলি, রাতভর রাস্তায় থাকছে ব্লক প্রশাসন

Kultali: ব্লক প্রশাসন, কুলতলি থানার উদ্যোগে ১১টি জেসিবির ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রচুর গাছ কাটার ও গাছ কেটে সরাবার জন্য শ্রমিকের ব্যবস্থা করা হয়েছে। ঝড়ে রাস্তায় কোনও গাছ ভেঙে পড়লে বা ইলেকট্রিকের পোস্টার যদি ভেঙে পড়ে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলার জন্যই জেসিবি ও ট্রি কাটারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও কুলতলি থানার পুলিশ।

Cyclone Remal: প্রবল ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত কুলতলি, রাতভর রাস্তায় থাকছে ব্লক প্রশাসন
গাছ সরানোর কাজ চলছে।
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2024 | 10:40 PM

কুলতলি: রেমালের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। উপকূলে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। রবিবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে ওলটপালট হাওয়ায় নাকাল সুন্দরবন, কুলতলি, গোসাবা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘূর্ণিঝড়ে রাতভর দুর্যোগ চলবে। প্রস্তুত ব্লক প্রশাসনও।

ব্লক প্রশাসন, কুলতলি থানার উদ্যোগে ১১টি জেসিবির ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রচুর গাছ কাটার ও গাছ কেটে সরাবার জন্য শ্রমিকের ব্যবস্থা করা হয়েছে। ঝড়ে রাস্তায় কোনও গাছ ভেঙে পড়লে বা ইলেকট্রিকের পোস্টার যদি ভেঙে পড়ে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলার জন্যই জেসিবি ও ট্রি কাটারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও কুলতলি থানার পুলিশ।

সন্ধ্যা থেকেই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা গিয়েছে। রাস্তার উপর ভেঙে পড়েছে বিশালাকার গাছ। জেসিবি দিয়ে গাছ সরানোর কাজ তো চলছেই। এরইমধ্যে আবার দুর্ভোগের চিত্রও দেখা গিয়েছে। কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকার কৈখালি ইংলিশ মডেল স্কুলের আশ্রয় শিবিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে। সেখানে আলোর ব্যবস্থা, পানীয় জল ও খাবারের যথাযথ ব্যবস্থাই নেই বলে অভিযোগ। এই অব্যবস্থার কারণে ক্ষুব্ধ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষ। কুলতলিতে এখন পর্যন্ত ৫৪ টি আশ্রয় শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল।