Durga Puja: পুজোর মুখেই বিষাদের ছায়া, প্যান্ডেলের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু পুজো উদ্যোক্তার
Durga Puja 2025: স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১টা ১৫ নাগাদ তিনি প্যান্ডেলের ভিতর বিদ্যুতের কাজ করছিলেন। তখনই আচমকা তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এলাকার বাসিন্দারা দ্রুত উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

সোনারপুর: পুজোর মধ্যেই শোকের ছায়া। পুজো প্যান্ডেলের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু পুজো উদ্যোক্তার। সোনারপুর থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের সুভাষপার্ক থার্ড লেনের শান্তি সংঘ ক্লাবে ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ সাহা (৩৬)। বাড়ি সুভাষ পার্ক এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১টা ১৫ নাগাদ তিনি প্যান্ডেলের ভিতর বিদ্যুতের কাজ করছিলেন। তখনই আচমকা তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এলাকার বাসিন্দারা দ্রুত উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।
এলাকার এক বাসিন্দা পার্থ ঘোষ, “রাতে ও একাই ছিল প্যান্ডেলে। সিসিটিভি লাগানোর জন্য বিদ্যুতের কাজ করছিল। তখনই আচমকা এই দুর্ঘটনা ঘটে যায়। দেহ ময়নাতদন্ত হচ্ছে।” এদিকে পুজোর মুখে শোকের ছায়া গোটা এলাকায়। শোকের ছায়া কোদালিয়া শান্তি সংঘেও। সেখানেই ঘটে গিয়েছে এই ঘটনা। বন্ধ হয়ে গিয়েছে পুজো।
এদিকে এদিনই আবার সরশুনাতে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও একটি মৃত্যুর খবর সামনে এসেছে। এ ঘটনাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার লোকজন বলছেন জমা জলে দাঁড়িয়ে শাটার খুলছিলেন সুমন্তী দেবী (৬২)। তখনই কোনওভাবে দোকানের দরজা বিদ্যুতের সংস্পর্শে চলে আসার কারণেই ঘটে যায় দুর্ঘটনা। দুজন সুমন্তী দেবীকে বাঁচাতেও যান। উল্টে তারও বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন।
