Gangasagar Mela 2023: গঙ্গায় জমেছে পলি, ভেসেল বন্ধ ৪-৫ ঘণ্টা, হয়রান পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীরা

Gangasagar Mela 2023: এ দিকে, মেলায় আসতে শুরু করেছে ভিন রাজ্যের হাজার হাজার পুণ্যার্থী। কিন্তু দিনের অধিকাংশ সময় লট নম্বর আট ও কচুবেড়িয়া জেটিঘাটে আটকে থাকতে হচ্ছে পুণ্যার্থীদের। এমনকী ফেরি ঘাটে হাজার হাজার মানুষের ভিড় জমে যাওয়ায় দলছুট হতে হচ্ছে বৃদ্ধা পুণ্যার্থীকেও।

Gangasagar Mela 2023: গঙ্গায় জমেছে পলি, ভেসেল বন্ধ ৪-৫ ঘণ্টা, হয়রান পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীরা
গঙ্গায় আটকে ভেসেলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 12:52 PM

দক্ষিণ ২৪ পরগনা: সামনেই সাগরমেলা। তার আগে ভাটার সময় প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা বন্ধ ভেসেল। যার জেরে হয়রান হতে হচ্ছে পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীদের। বস্তুত, নবান্নে সাগরমেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে মুড়িগঙ্গা নদীতে জেগে ওঠা নতুন চর নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও সাগরমেলার আগে মুড়িগঙ্গা নদীতে ডুবে থাকা বাংলাদেশি বার্জকে কেটে তোলার বিষয়ে জেলা প্রশাসন তড়িঘড়ি কোনও ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে শুক্রবার পলি কাটার জন্য নতুন একটি ড্রেজার আনা হয়েছিল। শনি অথবা রবিবার থেকে সেই ড্রেজার পলি কাটার কাজ শুরু করবে। আগামী ৫ই জানুয়ারির মধ্যে পলি কাটা শেষ করা যাবে বলে আশাবাদী প্রশাসন। তবে মেলা শুরুর দিন দশেক আগেও প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা সময় ভেসেল বন্ধ রাখতে হচ্ছে। দীর্ঘক্ষণ পরিবহন বন্ধ থাকার ফলে হয়রাণ হতে হচ্ছে তীর্থযাত্রী থেকে সাগরের বাসিন্দাদের।

এ দিকে, মেলায় আসতে শুরু করেছে ভিন রাজ্যের হাজার হাজার পুণ্যার্থী। কিন্তু দিনের অধিকাংশ সময় লট নম্বর আট ও কচুবেড়িয়া জেটিঘাটে আটকে থাকতে হচ্ছে পুণ্যার্থীদের। এমনকী ফেরি ঘাটে হাজার হাজার মানুষের ভিড় জমে যাওয়ায় দলছুট হতে হচ্ছে বৃদ্ধা পুণ্যার্থীকেও। এদিন ভাটার সময় আটকে থাকা পুণ্যার্থী থেকে নিত্যযাত্রীদের কথায় দুর্ভোগের কথা উঠে এল।আবারও দাবি উঠল মুড়িগঙ্গার ওপর সেতুর। শুক্রবার রাতে সাগরে পৌঁছেছেন জেলাশাসক সুমিত গুপ্ত। আজ দিনভর জেলাশাসক বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবেন।

জেলাশাসক সুমিত গুপ্ত বলেছেন,”দু’টি ড্রেজার আগেই কাজ করছিল। নতুন একটি ড্রেজার এসছে। ৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে। তবে ডুবো বার্জ নিয়ে অভিজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। এখনই কোন কাজ করা হচ্ছে না।”

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে মুড়িগঙ্গা নদীর ড্রেজিং নিয়ে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে। এই যাত্রী দুর্ভোগের জন্য প্রশাসনকে দায়ী বলে জানিয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর নস্কর। সুব্রত মণ্ডল বলেন, “খুবই সমস্যা হচ্ছে। এই জলের সমস্যার জন্য পাঁচ-ছঘণ্টা আটকে থাকতে হয়। সাগরে একটা ব্রিজের খুব প্রয়োজন।”