Joynagar TMC Leader Murder: CPM সমর্থকদের একের পর এক বাড়ি জ্বালানোর অভিযোগ TMC-র বিরুদ্ধে

| Updated on: Nov 19, 2023 | 3:25 PM

Joynagar TMC Leader Murder: অপর এক অভিযুক্ত গ্রেফতার হয় পুলিশের হাতে। তৃণমূলের এই অভিযোগ বিরোধী দলের লোকজন এই খুনের পিছনে। ঘটনার পর থেকেই কার্যত উত্তপ্ত হতে থাকে এলাকা। একের পর এক বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হয় বলে অভিযোগ।

Joynagar TMC Leader Murder: CPM সমর্থকদের একের পর এক বাড়ি জ্বালানোর অভিযোগ TMC-র বিরুদ্ধে
জ্বলছে জয়নগরImage Credit source: Tv9 Bangla

জয়নগরে সোমবার সকালে জোড়া খুন। নামাজ পড়তে যাওয়ার পর সোমবার খুন হন সইফুদ্দিন লস্কর (৪৩)। পাঁচজন দুষ্কৃতী সইফুদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ঝাঁঝরা হয়ে যান ওই তৃণমূল নেতা। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এবং এক দুই দুষ্কৃতীকে ধরে ফেলেন। এর মধ্যে এক অভিযুক্তকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। অপর এক অভিযুক্ত গ্রেফতার হয় পুলিশের হাতে। তৃণমূলের এই অভিযোগ বিরোধী দলের লোকজন এই খুনের পিছনে। ঘটনার পর থেকেই কার্যত উত্তপ্ত হতে থাকে এলাকা। একের পর এক বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হয় বলে অভিযোগ। দমকলের গাড়ি ঢুকতে বাধা দেওয়া হয়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 Nov 2023 05:08 PM (IST)

    মৃত্যুর আগে কী বলেছিল অভিযুক্ত? দেখুন…

    বিস্তারিত পড়ুন: Joynagar TMC Leader Death: TMC নেতাকে খুনের ঘটনায় মৃত্যুর আগে কী বলেছিল অভিযুক্ত? দেখুন…

  • 13 Nov 2023 01:13 PM (IST)

    ‘আমরা CPM করি বলে TMC-র লোক ঘর জ্বালিয়েছে’

    গ্রামবাসী

    তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর খুনের পর অগ্নিগর্ভ পরিস্থিতি জয়নগরে। জ্বালিয়ে ফেলা হয়েছে একের পর এক গ্রাম। গোটা গ্রাম কার্যত ঢেকে গিয়েছে ধোঁয়ায়। পুড়িয়ে দেওয়া হয়েছে ধানের গোলা। ঘরের ভিতরে থাকা যাবতীয় আসবাব পত্র ফেলে দেওয়া হয়েছে মাটিতে। এই অবস্থায় গ্রামবাসীদের অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে বিরোধীদের বাড়িগুলি জ্বালিয়ে ফেলছে।

    বিস্তারিত পড়ুন: Joynagar TMC Leader Death: ‘আমরা CPM করি বলে TMC-র লোক ঘর জ্বালিয়েছে’

  • 13 Nov 2023 12:16 PM (IST)

    বগটুইয়ের ছায়া জয়নগরেও!

    জ্বলছে জয়নগর

    বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাঁটি গ্রামে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। কার্যত দাউদাউ করে জ্বলেছে গোটা গ্রাম। বাড়ি ঘর, গাছপালা দোকান সব পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। মজুত রাখা ধান ও ধানের গোলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এক প্রকার পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্রাম।

    বিস্তারিত পড়ুন: Joynagar TMC Leader Murder: বগটুইয়ের ছায়া জয়নগরেও! তৃণমূল নেতা খুনের পর জ্বলেছে একের পর এক বাড়ি

  • 13 Nov 2023 12:15 PM (IST)

    তৃণমূল নেতার খুনে অভিযুক্ত এক দুষ্কৃতীকে পিটিয়ে মারল জনতা

    তৃণমূল নেতা খুনের পর ভিড় গ্রামবাসীদের

    ভোরবেলা নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে খুন হন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এর মধ্যে এক অভিযুক্তকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন বলে অভিযোগ। অপর এক দুষ্কৃতীকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পডুন: TMC Leader Murder: তৃণমূল নেতার খুনে অভিযুক্ত এক দুষ্কৃতীকে পিটিয়ে মারল জনতা

  • 13 Nov 2023 12:13 PM (IST)

    মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

    বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়তে যাচ্ছিলেন। সে সময়ই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল তৃণমূল নেতার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম সইফুদ্দিন লস্কর (৪৩)।

    বিস্তারিত পড়ুন: TMC Leader Murder: নমাজ পড়তে যাওয়ার সময় গুলি দুষ্কৃতীদের, মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

    মৃত তৃণমূল নেতা

Published On - Nov 13,2023 12:11 PM

Follow Us: