AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Pujo 2025: পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’, প্রশাসনের ‘চাপে’ খুলতে হল প্যান্ডেল, বন্ধ পুজো

Sagar Durga Pujo 2025: পুজো উদ্যোক্তার বক্তব্য, "এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। আমরা কার্ডে ছাপিয়েছি, ফেস্টুন ব্যানার দিয়েছি। বিভিন্ন জায়গায় প্রচারও হয়েছে। প্রশাসনিক চাপের ফলে আমাদের বন্ধ করে দিতে হয়েছে। প্রশাসনের বক্তব্য, এই থিমটা করা যাবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে সরকারি অনুদান দেয়, সেটা আমরা প্রশাসনকে ফেরত দিয়ে দেবে।"

Durga Pujo 2025: পুজোর থিম 'অপারেশন সিঁদুর', প্রশাসনের 'চাপে' খুলতে হল প্যান্ডেল, বন্ধ পুজো
খুলে ফেলা হল প্যান্ডেলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 2:38 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর থিম অপারেশন সিঁদুরে ‘না’ প্রশাসনের। মাঝপথেই খুলে ফেলতে হল দুর্গাপুজোর মণ্ডপ। দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবি বাজারের সর্ব্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো নিয়ে তুমুল বিতর্ক। সরকারি অনুদান ফেরানোর সিদ্ধান্ত পুজো কমিটির। দুর্গাপুজোর থিমে তাই কি কাঁচি চালিয়েছে প্রশাসন? কেন পুজোর থিম থেকে বাদ অপারেশন সিঁদুর, তা নিয়ে প্রশ্ন তুলছেন পুজো উদ্যোক্তারা।

পুজো উদ্যোক্তার বক্তব্য, “এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। আমরা কার্ডে ছাপিয়েছি, ফেস্টুন ব্যানার দিয়েছি। বিভিন্ন জায়গায় প্রচারও হয়েছে। প্রশাসনিক চাপের ফলে আমাদের বন্ধ করে দিতে হয়েছে। প্রশাসনের বক্তব্য, এই থিমটা করা যাবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে সরকারি অনুদান দেয়, সেটা আমরা প্রশাসনকে ফেরত দিয়ে দেবে।”

তবে এই নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক প্রশাসন ও  পুলিশ প্রশাসন। একাধিকবার থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, পুলিশ প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না।

সাগরের অত্যন্ত জনপ্রিয় এই পুজো। শেষ কয়েক মাস ধরে চলছিল প্রস্তুতি। সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কিন্তু রাতারাতি সেই পুজোর প্যান্ডেলের কাপড় খুলে ফেলা হয়েছে। পুজো কমিটির উদ্যোক্তাদের বক্তব্য, তাদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। এই নিয়ে বিরক্ত সাগরের বাসিন্দারাও। সাগরের এক বাসিন্দা পুজোর সঙ্গে যুক্ত দেবাশিস বেরা বলেন, “প্রধান, তৃণমূল কংগ্রেসের মেম্বারাই পুজো পরিচালনা করছেন। কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে কোনও একটা অস্বস্তি রয়েছে তৃণমূলের। ওনারা তাও পুজোটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমন্ত্রণপত্র বিধায়কের কাছে দিয়েও এসেছিলেন। কিন্তু পরে বিধায়কই এটা নিয়ে আপত্তি জানান।”

যদিও অভিযোগ খারিজ করেছেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি বলেন, “চারদিকে মিথ্যা অপপ্রচার হচ্ছে। এই পুজোর কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত।  অযথা আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। গোবিন্দবাবু র নাম পরিকল্পিতভাবে ছাপিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছেন। প্রধানকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাকে জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আর এই পুজোর কমিটির সঙ্গে তাঁদের যোগ নেই।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “প্রশাসনের কেউ ঠিক করে দিতে পারে না, কীভাবে মাতৃ ধারণা হবে। অপারেশন সিঁদুর তো ভারতীয় সেনার বিরত্বের প্রতীক। যে প্রশাসন এর বিরোধিতা করে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত।”

উল্লেখ্য, এই একই থিম কলকাতা পৌরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও। এখানেও পুজোর থিম অপারেশন সিঁদুর। তাঁরও অভিযোগ, প্রশাসন তাঁদের পুজোর ওপরেও একাধিকবার চাপ তৈরি করে এসেছে।